আমাদের কথা খুঁজে নিন

   

বায়ার্নের জয়রথ থামালো ম্যানসিটি

বায়ার্ন মিউনিখের মাঠে ৩-২ গোলে বায়ার্নের জয়রথ থামিয়েছে ম্যানচেস্টার সিটি। গতরাতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে এই হারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড থেমেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্নের।

ঘরের মাঠ আলিয়াঞ্জ আরেনায় পঞ্চম মিনিটে স্ট্রাইকার টমাস মুলার ও ১২ মিনিটে মিডফিল্ডার মারিও গোৎসের গোলে এগিয়ে যায় বায়ার্ন। তবে ২৮ মিনিটে স্পেনের স্ট্রাইকার ডেভিড সিলভা ব্যবধান কমালে ২-১ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে অতিথিরা। মিডফিল্ডার জেমস মিলনারের হেড থেকে গোল করেন তিনি।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ম্যান সিটি। একের পর এক আক্রমণের ধারাবাহিকতায় সিটি দ্বিতীয় সাফল্য পায় ৫৯ মিনিটে। সফল পেনাল্টিতে দলকে সমতায় ফেরান সার্বিয়ার ডিফেন্ডার আলেকসান্দার কোলারভ। তিন মিনিট বাদে মিলনারের গোলে এগিয়ে যায় অতিথিরা। স্পেনের মিডফিল্ডার হেসুস নাভাসের পাস থেকে কোণাকুণি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

আরেকটি গোল করলেই মানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারতো। কিন্তু ম্যাচের শেষ দিকে আলভারো নেগ্রেদোর গোলের প্রচেষ্টা নসাৎ করে দেন বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার।

তবে জয়ের পরেও ‘ডি’ গ্রুপের দ্বিতীয় স্থানেই থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে ইংল্যান্ডের দল ম্যান সিটিকে। ছয় ম্যাচ শেষে দল দুটির পয়েন্ট সমান ১৫ হলেও মুখোমুখি লড়াইয়ের গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ সেরা বায়ার্ন। প্রথম খেলায় সিটির মাঠে ৩-১ গোলে জিতেছিল জার্মানির দলটি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.