কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো! আমিও অনেক ভালোই আছি দেখতে দেখতে চলে এলো এরেকটি নতুন রিভিউ। যে গেমের রিভিউ দিবো তা চিনেননা এমন কাউকে বাংলাদেশে পাওয়া যাবেনা। এই রিভিউটি আপনাদের পুরানো দিনের কথা মনে করিয়ে দিবে আশা করি মনে পড়ার ই কথা কারন এটি সেই ২০০৩ এর ভেইস সিটি!!! মনে পড়েছে??????
গ্র্যান্ড থেফট অটোঃ ভাইস সিটি একটি ওপেন ওয়ার্ল্ড একশন-এডভেঞ্চার গেম যা নির্মান করেছে “রকস্টার নর্থ” এবং প্রকাশ করেছে “রকস্টার গেমস”।
এটি জিটিএ সিরিজের ৬তম গেম এবং এবং ২য় থ্রিডি। গেমটির কিছু অংশ জিটিএ থ্রি থেকে নেয়া হয়েছে।
এর পটভূমি হিসেবে নির্বাচন করা হয়েছে ১৯৮০ সালের আমেরিকান কালচারের উপর! যা ১৯৮৬ সালের ভাইস সিটি(মিয়ামি)। এর কাহিনী সাজানো হয়েছে একজন মাফিয়া কে নিয়ে যার নাম “টমি ভারসেটি”।
টমি একজন হিটম্যান। সে ১১জন কে খুন করার অভিযোগে ১৫বছর জেল খাটার পর মুক্তি পায়। টমির আগে একজন বস ছিল যার নাম “সনি ফোরেলি”(আসল খলনায়ক)।
আর টমিকে জেল খাটার ভিতরে তারও হাত ছিল। সনি মনে করত যে টমি আমার ওখানে ঝামেলা করবে একারনে সে তাকে “ভাইস সিটি”তে পাঠিয়ে দেয়।
টমি এরপর একটি ড্রাগ ডিলে যায় তবে কিছু সন্ত্রাসীরা তাদের ড্রাগ-ট্রাগ লুটে নেয় এবং সকল বডিগার্ডকেও মেরে ফেলে তবে টমি ও রোজেনবার্গ কোনো মত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে সনিকে ফোন করে সব বলে । কিন্তু সনি বলে যদি সে যদি এগুলো ফিরিয়ে না আনে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে(মানে থ্রেট করে আরকি)।
টমি সনিকে বলে যে সে তার সকলজিনিস তাকে ফিরিয়ে দেবে এবং তাদের খুন করবে।
এরপর টমির পরিচয় হয় একজন কর্নেল এর সঙ্গে। যার নাম করটেজ। টমির করটেজ এর মেয়ের সাথেও পরিচয় হয় তারপর সে কর্নেল এর হয়ে অনেক কাজ করে। সে রিকার্ডো ডায়াজ নামে একজন কে বাচায়।
একসময় সে জানতে পারে কর্নেলের কর্মী গঞ্জালেজ এর জন্য দায়ী। তবে টমির সাথে আগে ল্যান্স নামে একজনের সাথে পরিচয় হয়। ল্যান্স তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধের জন্য টমির সাথে কাজ করে।
গঞ্জালেজের কথা শুনে টমির আগেই ল্যান্স সেখানে যায় তাদের মারতে কিন্তু পারেনা। পরে টমি তাকে বাচিয়ে নিয়ে আসে।
এরপর ডায়াজকে টমি হত্যা করে এবং পুরো ভাইস সিটির রাজা হয়ে যায় এবং সে নিজের একটা গ্যাং ও বানায়। টমিই থাকে তার প্রধান। এটা দেখে ল্যান্সের রাগ করে কারন সে একা কেন প্রধান হবে???
এরপর টমি ল্যান্স কে হত্যা করে! এরপর সনি ও টমিদের মধ্যে মারামারি চলতে থাকে একসময় সনি বলে দেয় যে টমির জেল খাটার পেছনে আমার হাত আছে। টমি হয়ে যায় “কিং অফ ভাইস সিটি”…………………….
নির্মাতাঃ
রকস্টার নর্থ
প্রকাশকঃ
রকস্টার গেমস
পরিবেশকঃ
টেক টু ইন্টারেক্টিভ
ধরণঃ
একশন-এডভেঞ্চার
সিরিজঃ
গ্র্যান্ড থেফট অটো
ইঞ্জিনঃ
রেন্ডারওয়ার্স
বের হয়ঃ
২৭শে অক্টোবর,২০০২
গাড়ীসমূহঃ
কম্পক্ষেঃ
800 MHz Intel Pentium III or 800 MHz AMD Athlon or 1.2GHz Intel Celeron or 1.2 GHz AMD Duron processor
128 MB of RAM
8 speed CD / DVD drive
915 MB of free hard disk space
(+ 635 MB if video card does NOT support DirectX Texture Compression)
32 MB video card with DirectX 9.0 compatible drivers (“GeForce” or better)
Sound Card with DirectX 9.0 compatible drivers Keyboard & Mouse
ভালো ভাবে খেলতে হলেঃ
Intel Pentium IV or AMD Athlon XP processor 256(+) MB of RAM
16 speed CD / DVD drive
1.55 GB of free hard disk space
(+ 635 MB if video card does NOT support DirectX Texture Compression)
64(+) MB video card with DirectX 9.0 compatible drivers (“GeForce 3″ / “Radeon 8500″ or better with DirectX Texture Compression support)
DirectX 9.0 compatible sound card with surround sound
Gamepad (USB or Joystick Port)
Keyboard & Mouse
অস্ত্রসমূহঃ
স্ক্রীনশটসঃ
চীটকোডদমূহঃ
STILLLIKEDRESSINGUP – জামাকাপড় পরিবর্তন
PRECIOUSPROTECTION – সম্পূর্ন Armor
ASPIRINE – সম্পূর্ন স্বাস্থ্য
NUTTERTOOLS – সব ”ভারী” অশ্ত্র
PROFESSIONALTOOLS – সব ”মাঝারি” অশ্ত্র
THUGSTOOLS – সব”হালকা” অশ্ত্র
SEAWAYS – গাড়ি পানির উপরে চালানো যায়
COMEFLYWITHME – গাড়ি উড়তে পারে (ট্যংক ও)
AIRSHIP – স্পিডবোট স্বল্প সময়ের জন্য আকাশে উড়বে
BIGBANG – কাছাকাছি গাড়ি উড়িয়ে দেয়া (ধ্বংস করা)
BOOOOOORING – সবকিছু ধীরে করে দেয়া
ONSPEED – সবকিছু দ্রুত করে দেয়া
LIFEISPASSINGMEBY – গেমের ঘড়ি দ্রুত করা
LEAVEMEALONE – ওয়ান্টেড লেভেল কমানো
YOUWONTTAKEMEALIVE ওয়ান্টেড লেভেল বৃদ্ধি করুন
CHASESTAT – মিডিয়া লেভেল দেখানো (যখন 2+ ষ্টার হবে)
CATSANDDOGS – ঝড়ের আবহওয়া
CANTSEEATHING – কুয়াশাচ্ছন্ন আবহাওয়া
ABITDRIEG – ঘন মেঘ
APLEASANTDAY – হালকা মেঘ
ALOVELYDAY – রৌদ্রময়/পরিষ্কার আবহাওয়া
LOADSOFLITTLETHINGS – Sportscars এর বড় চাকা
WHEELSAREALLINEED – মাত্র একটি গাড়ির চাকা দেখা যাবে
GREENLIGHT – সকল ট্রাফিক লাইট সবুজ
GRIPISEVERYTHING – সুচারুরূপে নিয়ন্ত্রন করা
IWANTITPAINTEDBLACK সব গাড়ির কালো রং
AHAIRDRESSERSCAR – Pink রং এর সকল গাড়ি
MIAMITRAFFIC – আক্রমনাত্মক ড্রাইভার
BETTERTHANWALKING Spawn a Caddie
RUBBISHCAR – Spawn a Trashmaster
ROCKANDROLLCAR – Spawn Love Fist’s Limo
THELASTRIDE – Spawn a Romero’s Hearse
GETTHEREFAST – Spawn a Sabre Turbo
GETTHEREAMAZINGLYFAST Spawn a Hotring Racer #2
GETTHEREVERYFASTINDEED Spawn a Hotring Racer
GETTHEREQUICKLY – Spawn a Bloodring Banger #2
TRAVELINSTYLE – Spawn a Bloodring Banger
PANZER – Spawn a Rhino
FOXYLITTLETHING – Mercedes হয়ে খেলুন
ONEARMEDBANDIT – Phil Cassidy হয়ে খেলুন
WELOVEOURDICK – Love Fist character (Dick) হয়ে খেলুন
ROCKANDROLLMAN – Love Fist character (Jezz Torent) হয়ে খেলুন
ILOOKLIKEHILARY – Hilary King হয়ে খেলুন
MYSONISALAWYER – Ken Rosenberg হয়ে খেলুন
LOOKLIKELANCE – Lance Vance হয়ে খেলুন
CHEATSHAVEBEENCRACKED – Ricardo Diaz হয়ে খেলুন
IDONTHAVETHEMONEYSONNY – Sonny Forelli হয়ে খেলুন
OURGODGIVENRIGHTTOBEARARMS – Peds –রা দ্রুত যাবে
PROGRAMMER – Gives Tommy girly arms/legs
DEEPFRIEDMARSBARS – Tommy কে Fatter করে তুলুন
CERTAINDEATH – তোমাকে সিগারেট/ধুমপায়ী করবে
FANNYMAGNET – মেয়েরা তোমায় অনুসরন করবে !!
CHICKSWITHGUNS – মেয়েরা অশ্ত্র বহন করবে
ICANTTAKEITANYMORE – আত্মহত্যা করছে বলে মনেহয়
FIGHTFIGHTFIGHT – Peds -দের দাঙ্গা
NOBODYLIKESME – নিজের লোকজন তোমায় ঘৃনা করবে
প্রধানঃ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।