জীবনের আলো - অনেকটা বদলে গেছে - হারিয়ে নিজেকে ...
অফিসে এসেই আমার প্রধান কাজ হল গরম চায়ের সাথে সংবাদ পত্র আর লাইভটিভি চ্যালেন গুলোতে একটা বার করে ঢু দে্য়া। তো সেভাবে আজ সকাল বেলায় টাজা খরবের লিংক ধরে 'দি বাস্টার্ড চাইল্ড' প্রমো/ট্রেজার দেখতেই শরীরের সব লোম খাড়া হয়ে গেল। একটা অন্যরকম অসস্থি্তে ভুগছিলাম। সাথে সাথে লিংকটা কয়েকজন পাকিস্তানির মেইলে পাঠানোর ২ ঘন্টার মধ্যে আমার উপর বাজ পরতে শুরু করলো।
তাদের মধ্যে থেকে একজন কলিগ হলেন আসিফ কোরেশী।
বাংলাদেশী হিসেবে বরাবরই তার কাছে আমি একজন খবিশ টাইপের মানুষ। যেন আমি কিছুই জানিনা যা জানার বা যা কিছু সত্য তা তিনিই একজন জানেন টাইপের চিন্তা ভাবনা।
উনি আমাকে এমন একটা লিংক পাঠালেন যা দেখার পর আমি নিজেই বুজতে পারছিনা কোনটা সত্য। কেমন যেন সত্য আর মিথ্যার মাঝে পরে গেছি। আপনাদের কারউ যদি ক্ষমতা থাকে নিজের পকেট থেকে কিছু মেগাবাইট খরচ করে এই লিংক গুলো দেখার তাহলে খুশী হবো।
সাথে জানতে পারবেন হাল আমলে পাকিস্তানীরা - কিভাবে তাদের দেশীয় জেনারেশনকে আমাদের সম্পর্কে ধারনা দিচ্ছে -
(কয়েকটি পার্ট আছে এই লিংকে - যদি কেউ দেখেন আশাকরি সবগুলো একটা একটা করে দেখবেন। )
East Pakistan - The Untold Story-
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।