আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় 'দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার'

যুক্তরাষ্ট্রে মুক্তির মাত্র ২০ দিনের মাথায় ঢাকার স্টার সিনেপ্লেঙ্ েশুক্রবার মুক্তি পাচ্ছে হলিউড টপচার্টের শীর্ষে অবস্থান করা ছবি 'দ্য হাঙ্গার গেমস : ক্যাচিং ফায়ার'। সুজান কলিন্সের 'হাঙ্গার গেমস' ট্রিলজির দ্বিতীয় উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে 'হাঙ্গার গেমস' সিরিজের এ দ্বিতীয় ছবিটি। এবারও কেটনিস চরিত্রে আছেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। কেটনিস চরিত্রকে আরও বাস্তবসম্মত করে তোলার জন্য ছবির একটি দৃশ্যে কাঁচা মাছ খেতে হয়েছে জেনিফারকে। এ ছবিতেও তার সঙ্গে আছে পুরনো সঙ্গী পিটা মেলাক (জশ হাচারসন)। গল্পে রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চারের ভিড়ে তাদের রোমান্সেরও দেখা পাবেন দর্শক। প্রথম ছবির সাফল্য, অস্কার জেতা অভিনেত্রী লরেন্স, দুর্দান্ত অ্যাকশন আর অ্যাডভেঞ্চার ছবিটির সাফল্যের পথ বেগবান করেছে। ১৪০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ ছবি এরই মধ্যে আয় করেছে ৬৭৩ মিলিয়ন ডলারের বেশি।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।