সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপ শুরু হওয়াকে ইতিবাচক চোখে দেখছে বিশ্ব সমাজ। বুধবার সকালে মার্কিন পররাষ্ট্র সচিব জন কেরি এবং বিকালে জাতিসংঘ মহাসচিব বান কি মুন এ বিষয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। তারা বিরোধী দলের সঙ্গে সরকারের সংলাপকে অভিনন্দিত করে আশা করেছেন এ বিষয়ে দ্রুত সুফল পাওয়া যাবে। ওয়াশিংটন সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে মার্কিন পররাষ্ট্র সচিবের বৈঠকেও আলোচিত হয়েছে বাংলাদেশ প্রসঙ্গ। সরকার ও বিরোধী দলের সংলাপ শুরু হওয়া দেশের রাজনীতির জন্য সত্যিকার অর্থেই এক বড় ঘটনা। অধঃপতিত ভাবমূর্তি থেকে দেশের রাজনীতি রক্ষার ক্ষেত্রে এ সংলাপ সুযোগ সৃষ্টি করেছে। সংসদীয় রাজনীতিতে সরকার ও বিরোধী দলকে একই মুদ্রার দুই পিঠ হিসেবে ভাবা হয়। যার একটিকে বাদ দিয়ে অন্যটির কথা কল্পনা করাও সঠিন। কিন্তু বাংলাদেশে সরকার ও বিরোধী দলের মধ্যে মুখ দেখাদেখিও যেন নিষিদ্ধ বিষয় বলে বিবেচিত হতো। জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত সহকারী মহাসচিব অস্কার ফারনান্দেজ তারানকোর বাংলাদেশ সফর এ অচলাবস্থার অবসানে সক্ষম হয়। দুই পক্ষ গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথা বললেও আশা-নিরাশার দোলাচলে ভুগছে সমগ্র জাতি। সরকার ও বিরোধী দলের সংলাপ বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার মর্যাদা পুনর্গঠনে যে ইতিবাচক ভূমিকা রেখেছে তা রক্ষার দায়িত্ব দুই পক্ষের ওপরই বর্তায়। উভয় পক্ষ যেহেতু অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে কাঙ্ক্ষিত মনে করেন সেহেতু কোন পদ্ধতিতে সে নির্বাচন হবে তা নিয়ে অযথা জটিলতা সৃষ্টি করা উচিত নয়। আমাদের বিশ্বাস সরকার ও বিরোধী দলের মধ্যে যে সংলাপ শুরু হয়েছে তা ইপ্সিত লক্ষ্যে নিয়ে যাওয়া হবে এবং দুই পক্ষের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় সরকার ও বিরোধী দল উভয় পক্ষকেই যত্নবান হতে হবে। আমরা আশা করি সংলাপকে অভিনন্দিত করে প্রধানমন্ত্রীকে জন কেরি ও বান কি মুনের ফোন সরকারের দায়িত্বশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। সব পক্ষকে নিয়ে নির্বাচন করার যে আশাবাদ সরকারের পক্ষ থেকে করা হয়েছে তার বাস্তবায়নে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি থাকবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।