ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ফেনী সদরের ফাজিলপুর রেল স্টেশনের স্টেশন মাস্টারের রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে রুমের প্যানেল বোর্ড পুড়ে যায়। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার সফিউল আলম জানান, ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত তার রুমে ঢুকে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এতে সিগনাল বাতির প্যানেল বোর্ডে আগুন লেগে পুড়ে যায়। প্যানেল বোর্ড অকার্যকর হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী উদয়ন এঙ্প্রেস ও সিলেটগামী জালালাবাদ এঙ্প্রেস এক ঘণ্টা আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।