বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৯ আগস্ট ডাকা হরতাল সফলে মাঠে নেমেছেন ইলিয়াস অনুসারীরা। গতকাল তারা নগরী ও জেলার বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ ও প্রচারপত্র বিলি করেছেন। এদিকে, ইলিয়াস আলীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানকে গ্রেফতারে গতকাল নগরীর বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ২৯ আগস্ট সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে স্বেচ্ছাসেবক দল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। ১৭ আগস্ট ইলিয়াস আলী নিখোঁজের ১৬ মাস পূর্তির দিন সমাবেশ করে এই হরতালের ডাক দেওয়া হয়। এর পর থেকে হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন স্থানে ও শিক্ষাপ্রতিষ্ঠানে মিছিল-সমাবেশ চলতে থাকে। হরতালের সমর্থনে এরই মধ্যে ছাপানো হয়েছে ৫০ হাজার লিফলেট। গতকাল থেকে এই প্রচারপত্রও বিলি শুরু হয়েছে। এ ছাড়া নগরী ও দক্ষিণ সুরমায় স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।