আকাশ যদি কালো মেঘে যায় কোনোদিন ঢেকে
বাতাস যদি না বহে আর একটা সময় থেকে
পাখি যদি না উড়ে আর ঝিমায় নিজের নীড়ে
সাত সমুদ্র তের নদী হাজার নদীর তীরে।
হঠাৎ যদি নিটোল হয়ে ঢেউ যদি না ভিড়ে
একটা যুবক বাইরে গেলে আর যদি না ফিরে
একটুখানি মালুম হবে সেই যে একাত্তরে
অবস্থাটা ছিল এমন বাইরে অন্তঃপুরে।
সেই সময়টা হঠাৎ যদি কারও মনে পড়ে
কেমনভাবে সুস্থ থাকে হাসবে কেমন করে?
হঠাৎ হঠাৎ রাজাকারে পুত্রকন্যা ধরে
বসতবাড়ি বিরান থাকে কেউ থাকে না ঘরে।
পাক বাহিনীর গুলি খেয়ে যাচ্ছে মানুষ মরে
দিনের বেলায় রাত্রি নামে বিশ্ব চরাচরে
পরিবেশটা এমন ছিল ঐ যে একাত্তরে
মনে হলেই বুঝতে পারি আত্দা খালি উড়ে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।