নেপালে বেড়াতে গিয়ে দুর্ঘটনায় হাওড়ার সাত পর্যটকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে পর্যটকবোঝাই গাড়িটি মারসিয়াংডি নদীতে পড়ে যায়। ১০ জন ভারতীয় পর্যটককে নিয়ে গাড়িটি পোখরা থেকে কাঠমান্ডু ফিরছিল। তানাহুন জেলার চুনাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাত পর্যটকেরই বাড়ি হাওড়ার জিটি রোডে। নিহতরা হলেন বিনয় কুমার তিওয়ারি, হেমন্ত ত্রিপাঠী, কলাবতী তিওয়ারি, পুনম ত্রিপাঠী, নেহা ত্রিপাঠী, মিলন ত্রিপাঠী, তৃষা ত্রিপাঠী। দুর্ঘটনায় গাড়ির চালকসহ আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। উল্লেখ্য, পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান নেপাল। জি নিউজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।