আমাদের কথা খুঁজে নিন

   

বৃদ্ধকে গলা কেটে, যুবককে ছুরিকাঘাতে হত্যা

দিনাজপুরে বৃদ্ধকে গলা কেটে ও ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লালমনিরহাটে বিবাদ মেটাতে গিয়ে খুন হয়েছেন এক ব্যক্তি। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর : জমি বিরোধের জের ধরে সমশের আলী মণ্ডল নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় তাদের হামলায় আহত হয়েছেন তিনজন। জেলার পার্বতীপুরের কুতুবপুর হাজীপাড়া গ্রামে গতকাল এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সমশের আলীর সঙ্গে একই এলাকার মোহাম্মদ আলীর বিরোধ চলছিল। এদিকে বিরামপুর উপজেলার ছোট যমুনা নদী থেকে গতকাল মতিয়ার রহমান মণ্ডল নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মতিয়ার রবিবার থেকে নিখোঁজ ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া : সদর উপজেলার উড়শীউড়া গ্রামে দোকানে মাল কেনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওবায়দুল্লাহ নামে এক যুবককে হত্যা করা হয়েছে। উপজেলার উড়শীউড়া গ্রামের ওবায়দুল্লাহর সঙ্গে হুমায়ুনের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন ও তার ভাই ইয়াহিয়া ওবায়দুল্লাহকে উপর্যুপরি কোপায়।

লালমনিরহাট : পাটগ্রামে প্রতিবেশীর বিবাদ মেটাতে গিয়ে গতকাল নজরুল ইসলাম নামে এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ জানায়, দেলোয়ার ও তার ভাই রিপনের মধ্যে রবিবার রাতে বিবাদের একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি বেগতিক দেখে নজরুল এগিয়ে এলে দায়ের কোপে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ : শাহজাদপুরে পানিতে ভাসমান অবস্থায় আবদুর রাজ্জাক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, রাজ্জাক শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পাঁচিল বাজারের কাছে বন্যার পানিতে গতকাল তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

নোয়াখালী : সোনাইমুড়ির পদিপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত ৯টার দিকে রাস্তার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.