আমাদের কথা খুঁজে নিন

   

নিজে বাঁচতে অন্যকে হত্যা!

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত যুবককে হাসপাতালে না নিয়ে সেতুর নিচে ফেলে দিল ট্রলিচালক। বিনা চিকিৎসা আর প্রচণ্ড শীতে ওই যুবকের মৃত্যু হয়। ট্রলিচালক নিজেকে বাঁচাতেই এমন নির্মম কাণ্ডটি করে। জানা যায়, শুক্রবার গভীর রাতে শহরতলির হরিকেশ কানিপাড়া গ্রামের উমর আলীর পুত্র জালাল উদ্দিন (২৫) ঠিকাদারি কাজ শেষে মোটরসাইকেলে রাজারহাট থেকে কুড়িগ্রাম অভিমুখে রওনা হন। পথিমধ্যে টগরাইহাট এলাকার বড়পুলের পাড় এলাকায় ট্রলি এবং মোটরসাইকেল সংঘর্ষে গুরুতর আহত হন ওই যুবক। এলাকাবাসী ওই দুর্ঘটনাকবলিত ট্রলিতে করে হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে আহত জালালকে ওই ট্রলিতে উঠিয়ে দেয়। কিন্তু ট্রলিচালক নিজেকে নিরাপদ রাখতে তাকে হাসপাতালে না নিয়ে পাশর্্ববর্তী কালিরহাট নামক স্থানে একটি পুলের নিচে ফেলে দেয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ও স্বজনরা গতকাল সকালে তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.