বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের রোডপাড়া গ্রামে যৌতুক না পেয়ে গৃহবধূ নাজমা আক্তার লিজাকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় গতকাল ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনায় বরগুনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা রজু করা হয়েছে। লিজার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন লিজার কাছে যৌতুক দাবি করে আসছে। চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় রবিবার রাতে স্বামী সোহেল, ভাসুর মকবুলসহ পরিবারের সদস্যরা লিজার হাত বেধে নির্যাতন চালায়। পর দিন সোহেল অজ্ঞান অবস্থায় লিজাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহে লাশ উদ্ধার : ঝিনাইদহ প্রতিনিধি জানান, কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষণ নিন্মমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ থেকে অজ্ঞাত পরিচয় এক ভিক্ষুকের (৮৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার ভিক্ষার থলেতে ২১ হাজার টাকা ছিল। এলাকাবাসী জানায়, ওই বৃদ্ধ সারদিন ভিক্ষা করে রাতে স্কুলের মাঠে এসে ঘুমাতের। ব্রেণস্টোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।