আমাদের কথা খুঁজে নিন

   

দিল্লি ট্র্যাজেডির একবছর, গণধর্ষণ প্রবণতা বেড়ে দ্বিগুণ

২০১২ সালের ১৬ ডিসেম্বর। ভারতের রাজধানী নয়া দিল্লিতে বাসে গণধর্ষণের শিকার হন এক মেডিকেল ছাত্রী। ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে গোটা ভারত। বেঁচে থাকার জন্য হাসপাতালে ১৩ দিন লড়াই করার পর অবশেষে মারা যান সেই মেডিকেল ছাত্রী। তবে সেই ঘটনার এক বছর পরও ভারতে নারীদের নিরাপত্তা বাড়েনি।

এমনকি ধর্ষণের অভিযোগ বেড়েছে দ্বিগুণ।

ভারতের গণমাধ্যমগুলো ২০১৩ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের সরকারি তথ্য অনুযায়ী জানিয়েছে, ২০১২ সালে দিল্লিতে নথিভূক্ত ধর্ষণের অভিযোগ ছিল ৭০৬ টি। ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সেটি বেড়ে দাঁড়ায় একহাজার ৩৩০টিতে।

২০১২ সালে দিল্লিতে নথিভুক্ত যৌননির্যাতনের সংখ্যা ছিল ৭২৭ টি। ২০১৩ সালের সেপ্টেম্বরের মধ্যে তা বেড়ে হয়েছে তিনগুণ।

পরিসংখ্যান বলছে সংখ্যাটা দুই হাজার ৮৪৪ টি।

এদিকে, ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ভারতে প্রতি ২০ মিনিটে একজন ধর্ষণের শিকার হচ্ছেন।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।