আমাদের কথা খুঁজে নিন

   

তামাক ইটভাটা গিলে খাচ্ছে আবাদি জমি

'সউকগুলা ভূঁইয়োত হামার সময় এমন আবাদ হচলো, সারা বছর খায়া-দায়া বেচার পরও মাচাত ধান ভর্তি আচলো; কোটে থাকি যে আইলো ভাটা আর তামকুর আবাদ; সউক শ্যাষ হইল বাহে' কথাগুলো বললেন মধুপুর পাকার মাথা গ্রামের জেয়ারুল মণ্ডল। বদরগঞ্জ উপজেলা একসময় ছিল রংপুরের শস্য ভাণ্ডার, এ যেন এক সোনালি অতীত। ক্রমবর্ধমান-জনসংখ্যার চাপ এবং জমির যাচ্ছেতাই ব্যবহারে হুমকির মুখে পড়েছে এই এলাকার উর্বর জমি ও পরিবেশ। আবার অধিক মুনাফার লোভে দালাল চাটুকারের প্রলোভনে এলাকার গরিব মানুষগুলো আবাদি উর্বর জমি বিক্রি করে দিচ্ছে ইটভাটা ও সিগারেট কোম্পানিগুলোর কাছে। তামাক এবং ইটভাটার বিষাক্ত থাবায় সময়ের আবর্তে হারিয়ে যাচ্ছে ধান এবং বাহারি রবিশস্যের চাষ। যেসব এলাকায় একসময় সব খাদ্য শস্য আবাদ হতো, এখন ওইসব জমিতে চলছে তামাক চাষ, তৈরি হচ্ছে ইটভাটা। উপজেলায় বছর পাঁচেক আগেও ছিল হাতে গোনা কয়েকটি ইটভাটা, বর্তমানে তা দাঁড়িয়েছে ২৫টিতে। আর ইটভাটার পাশর্্ববর্তী জমিতেও ভালো ফলন পাওয়া যায় না। বদরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম জানান, এ ব্যাপারে সরকার পদক্ষেপ না নিলে একদিন এ এলাকায় কোনো আবাদি উর্বর জমি অবশিষ্ট থাকবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.