আমাদের কথা খুঁজে নিন

   

নদীর তীর কেটে ইটভাটার মাটি!

সিলেট নগরীর মীরেরচক এলাকা। সুরমা নদীর তীর কেটে ট্রাক্টরে মাটি তুলছে ৮-১০ জন শ্রমিক। মাটি ভর্তি হওয়ার পর ট্রাক্টরটি চলে যাচ্ছে পাশর্্ববর্তী ইটভাটায়। সেখানে ইট তৈরির জন্য স্তূপ করে রাখা হচ্ছে মাটি। এভাবে নদীর তীর কেটে মাটি নিয়ে তৈরি করা হচ্ছে ইট। শুধু মীরেরচক এলাকা নয়, কুশিঘাট থেকে মীরেরচক পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার তীর ঘেঁষে মাটি কাটার এ উৎসব চলছে। পরিবেশ অধিদফতর, সিলেটের পরিচালক এসএম ফজলুল করিম বলেন, নদীর তীর কেটে ইটভাটার মাটি সংগ্রহের বিষয়টি জানা নেই। এ সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটার মাটি সংগ্রহের জন্য নির্বিচারে নদীর তীর কেটে ফেলায় হুমকির মুখে পড়েছে এই এলাকার জনবসতি। ভাঙনপ্রবণ এই এলাকার নদীর তীর কেটে ফেলার ফলে বর্ষা মৌসুমে ভাঙন আরও ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করলেও এ ব্যাপারে একেবারে নিশ্চুপ পরিবেশ অধিদফতরসহ স্থানীয় প্রশাসন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.