যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি চিকিৎসা কেন্দ্রে ঢুকে একজনকে হত্যা ও দুজনকে আহত করার পর এক বন্দুকধারী আত্দহত্যা করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ কথা জানান। মঙ্গলবার নেভাদার রেনো শহরে নিরাউন রিজিওনাল মেডিকেল সেন্টারের চার তলায় এ ঘটনা ঘটে। তবে কর্তৃপক্ষ এর কারণ সম্পর্কে কিছু জানায়নি। এক প্রত্যক্ষদর্শী জানান, ওই বন্দুকধারী স্থানীয় সময় বেলা ২টার দিকে বিশ্রাম কক্ষে ঢুকে বন্দুক দেখিয়ে সবাইকে বাইরে যেতে বলে। তারপর সে দরজা খুলে ডাক্তার ও নার্সদের কক্ষের দিকে গিয়ে গুলি করলে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন নারী চিকিৎসকও রয়েছেন। এএফপি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।