রংপুরে লাইসেন্স বাতিল করা দেড় হাজার আগ্নেয়াস্ত্রের হদিস পাচ্ছে না প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তা, মোটর মালিক সমিতির কয়েকজন নেতার কাছে এসব আগ্নেয়াস্ত্র রয়েছে। আগ্নেয়াস্ত্রের অবস্থান এবং তা জমা দেওয়ার জন্য চিঠি দেওয়া হলেও সংশ্লিষ্টদের কাছ থেকে কোনো সাড়া মিলেনি। জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ জুন পর্যন্ত রংপুরের ৮ উপজেলায় লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের সংখ্যা ছিল ৩ হাজার। চলতি বছরের মার্চ পর্যন্ত ১ হাজার ৫২৮টির লাইসেন্স হালনাগাদ ও বাকি ১ হাজার ৪৭২টির লাইসেন্স বাতিল করা হয়। যথাসময়ে লাইসেন্স নবায়ন না করা, লাইসেন্সকৃত অস্ত্র বিক্রি করে দেওয়া এবং দেশের বিভিন্ন পরিস্থিতিতে অস্ত্র আত্মসমর্পণ করেন না এমন ব্যক্তির আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহার হতে পারে এমন আশঙ্কায় লাইসেন্স বাতিল হওয়া আগ্নেয়াস্ত্রের মালিকদের কাছে জেলা প্রশাসনের তরফ থেকে চিঠি দিয়ে আগ্নেয়াস্ত্রের অবস্থান জানতে চাওয়া হয়। একই সঙ্গে আগ্নেয়াস্ত্রগুলো জমা দিতেও বলা হয়। কিন্তু কোনো জবাব মেলেনি। জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, শীঘ্রই অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান শুরু করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।