আমাদের কথা খুঁজে নিন

   

বাজারে এসেছে নতুন ম্যাক প্রো

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন এই ম্যাক প্রো কম্পিউটারটি আজ ১৯ ডিসেম্বর বাজারে আসছে এবং এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৯ ডলার।


নতুন এ ম্যাক প্রো-তে থাকছে, ইনটেল জিওন ই৫ প্রসেসর, ৬৪ গিগাবাইটেরও বেশি র্যা ম, ছয় গিগাবাইট মেমোরিসম্পন্ন ডুয়াল এএমডি ফায়ারপ্রো গ্রাফিক্স চিপস এবং এক টেরাবাইটেরও বেশি পিসিআই এক্সপ্রেস স্টোরেজ। আর অপারেটিং সিস্টেম হিসেবে এতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেম ওএস এক্স ম্যাভরিক্স। একটি স্বচ্ছ্ব সিলিন্ডারের কেসিং-এ আবৃত ম্যাক প্রো দেখতে অনেকটাই ছোট রোবটের মতো-- প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।
যুক্তরাষ্ট্রে তৈরি এ ম্যাক প্রো সম্পর্কে অ্যাপল দাবি করেছে এটি ম্যাক মিনির মতোই নিশব্দে ব্যবহার করা যাবে। আগ্রহীরা এটি কেনার জন্য অ্যাপলের রিটেইল এবং অনলাইন স্টোর থেকে অর্ডার করতে পারবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.