আমাদের কথা খুঁজে নিন

   

রাতের আঁধারের রন্ধ্রে রন্ধ্রে বন্ধ্যা নারী হয় গর্ভবতী

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

রাতের আঁধারের রন্ধ্রে রন্ধ্রে বন্ধ্যা নারী হয় গর্ভবতী [শাফিক আফতাব] কামনাপ্রবণ এলাকার ভাঁজে ভাজেঁ খাঁজে থাকে ভাজা পুলকের খই, তোমাকে ছুঁইয়ে বিদ্যুৎ চমকে পাই গলগলে আনন্দের সারাব __ তুমি হয়ে আসো আমার স্বর্গলোকের সই ; তোমার সমস্তটাই হয়ে আসে চাইনিজের সুস্বাদু কাবাব। রাতের আঁধারের রন্ধ্রে রন্ধ্যে বন্ধ্যা নারী হয় গর্ভবতী, কে এক সুঠাম যুবক সংগোপণে বপণ করে দিয়ে যায় আবহমানতার ধান __ আর তাতেই পৃথিবীর অন্তগুঢ় গহবরে ফলে ওঠে সন্তর্পণে পুষ্টিবান প্রাণ ; কে সে কারিগর ?__আলোহীন, বাতাসহীন কুঁড়েঘর করে ফুলবতী।

তুমি আসো__আমার শ্বাসে, কাশে__মনোকাশে আসে একী পুঞ্জিত পুলক, তুমি আসো ___আর তাতেই দুলে যায় আমার ভূলোক __ চোখের অক্ষিগোলকে আসে বেঁচে থাকার অনুপম আনন্দের আস্বাদ আর সাধ ; তুমি এলে আমার এই পিচঢালা রাজপথে জীবন হয় আদিম, অথই, অগাধ। তুমি এলে কামনার ফড়িং উড়ে আসে অনন্তের পথ ধরে, সত্তায় আমার __ তুমি এলে আমি বিহবল প্রাণ এক__আনন্দ আর ছন্দে হই একাকার। ২০.১২.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।