ঢাকার ছবির প্রশংসা করলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সার্কভুক্ত দেশগুলোর ছবি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, 'আমরা আমাদের [ভারত] ছবি নিয়ে হ্যাপি। তবে বাংলাদেশে বর্তমানে অনেক ভালো ছবি নির্মাণ হচ্ছে। তাদের নির্মাণশৈলী বলে দিচ্ছে ভবিষ্যতে তারা বিশ্ব চলচ্চিত্রে নিজেদের একটি অবস্থান তৈরি করবে।' বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের ছবিরও প্রশংসা করেন এই অভিনেতা। এদিকে পদ্মশ্রী ও পদ্মভূষণ খেতাব পাওয়া এই অভিনেতার নতুন ছবি 'ধেদ ইশকিয়া' বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।