আমাদের কথা খুঁজে নিন

   

বোমা ককটেলের ঘাঁটি জেনেভা ক্যাম্প

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প বোমার ঘাঁটিতে পরিণত হয়েছে। হরতাল অবরোধসহ রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার জন্যে জেনেভা ক্যাম্পের বোমার কারখানা থেকে সরবরাহ করা হয়। গত শুক্রবার জেনেভা ক্যাম্প থেকে ১০০টি ককটেল উদ্ধারের পর গতকাল আবারও ৩৭টি বোমা উদ্ধার করেছে র্যাব। এ ছাড়া উদ্ধার হয়েছে গান পাউডার ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম। এদিকে আগারগাঁওয়ের বিএনপি বস্তি এলাকা থেকে র্যাবের অপর একটি দল ১৪টি পেট্রল বোমা উদ্ধার করেছে।

র্যাব ও অন্যান্য সূত্র জানায়, রাজনৈতিক কর্মসূচিতে বোমা ও পেট্রল বোমার ব্যবহার বেড়ে যাওয়ায় বোমার কারিগরদের ব্যস্ততা বেড়ে গেছে। অন্তত ১০ জন কারিগর রয়েছেন যারা জেনেভা ক্যাম্প কেন্দ্রিক বোমার কারখানায় বোমা তৈরির কাজে নিয়োজিত। তিনজন কারিগরকে গ্রেফতার করা সম্ভব হলেও বাকিদের এখনো পাকড়াও করা যায়নি।

র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, গতকাল সকাল ১০টার দিকে জেনেভা ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের একটি বাড়ির টয়লেট থেকে র্যাব-২ এর সদস্যরা ৩৫টি হাতবোমা ও ২টি ককটেল উদ্ধার করে। জেনেভা ক্যাম্পের ওই এলাকায় র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে একই বাড়িতে গত শুক্রবার দুপুরে বোমা বিস্ফোরণে দুজন গুরুতর আহত হন। ওই দিন বেলা ৩টার দিকে ওই বাড়ির কাছে একটি পরিত্যক্ত টয়লেট থেকে ১০০টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রায় একই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আগারগাঁওয়ের পানির ট্যাংকির পাশ থেকে ১৪টি পেট্রল বোমা উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে বোমা বহনকারী পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।