আমাদের কথা খুঁজে নিন

   

চীনের Chang'e 3 এর ওপর নজর রাখছে নাসা!

সম্প্রতি সফলভাবে চাঁদে অনুসন্ধানী নভোযান পাঠায় চীন। আমেরিকা এবং রাশিয়ার পর তৃতীয় দেশ হিসেবে চীনের পাঠানো যান Chang'e 3 ইতোমধ্যে তার কাজও শুরু করে দিয়েছে। তবে মার্কিন নিয়ন্ত্রিত মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA) চীনের Chang'e 3 এর ওপর বিশেষ নজর রেখে যাচ্ছে বলে জানা গেছে।

মহাকাশ যান Chang'e 3 হচ্ছে প্রথম কোন মহাকাশ যান যা চাঁদের বুকে অত্যন্ত নিখুঁতভাবে ধীরে অবতরণ করে এবং সবচেয়ে দ্রুত সময়ের মধ্যে এর ভেতরে থাকা অনুসন্ধানী রোবট যান 'Yutu'-কে চাঁদের lunar পৃষ্ঠে অবতরণ করায়। আর 'Yutu' চাঁদের আবহাওয়া নিয়ে গুরুতপূর্ণ তথ্য পাঠাতেও শুরু করে দিয়েছে।

নাসা বেশকিছু অনুসন্ধানী যান পাঠিয়েছে চাঁদে যার মধ্যে উল্লেখযোগ্য হলো: Lunar Reconnaissance Orbiter (LRO), Lunar Atmosphere and Dust Environment Explorer (LADEE), first Artemis spacecraft (P1), second Artemis spacecraft (P2) ইত্যাদি। কিন্তু এসবের কোনটিই চীনের Chang'e 3 এর মতো সফল ও নিখুঁতভাবে চাঁদে অবতরণ করতে পারেনি। আর তাই 'নাসা' চীনের Chang'e 3 এর ওপর বিশেষ নজর রাখছে।

 

সূত্র: দি টেক জার্নাল

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।