ইকোনোমিস্ট
খালেদা বেগমের ২ টাকায় কেনা ২টি বাড়ীর মাঝে একটি শেখ হাসিনার সরকার কেড়ে নিয়েছে, আমি (জনতা) খুশী হয়েছি; বাকীটা নিলে আমি আরো খুশী হবো। শিবিরের সভাপতিকে রিমান্ডে নিচ্ছে, আমি চাই ওকে ৬০ বছরের রিমান্ড দেয়া হোক, তখন আমি নিশ্চিন্ত হবো যে, সেই সন্ত্রাসী আমাদের ডলারে কেনা রেলের বগীতে আগুন দিতে পারবে না; সবই ভালো: খালেদা বেগমকে গ্রেনেড মারার জন্য ঠেংগানো হোক, শিবিরকে গেরিলা যুদ্ধের জন্য দেশ থেকে তাড়ানো হোক।
কিন্তু আমার তো চাকুরী নেই, 'প্রতিঘরে একজনের চাকুরী হওয়ার কথা ছিল': সেটা তো ঘটেনি; আমি কিভাবে আমার পরিবার চালাবো? শামীম ওসমান, মুহিত, মতিয়ারা কি ঘরে ঘরে চাকুরী সৃস্টি করেছে কোনদিন, ভবিষ্যতে কি পারবে; নাকি আমাকে ট্রলারে করে মালয়েশিয়া যাওয়ার জন্য টাকা যোগাড় করতে হবে? আমি কি বংগোপসাগর, আন্দামান সাগর হয়ে মালয়েশিয়া পৌছতে পারবো? আমার পরিবারকে কে দেখবে, আমার ছেলেমেয়েকে কে পড়াবে, আমি কি মালয়েশিয়ায় বে-আইনীভাবে চাকুরী করে দেশে টাকা পাঠাতে পারবো, আমি তো কোনদিন বিদেশে যেতে চাইনি!
আগুনে যে এত মানুষ পুড়লো, ওদের পরিবার কে দেখছে, ওদের চিকিৎসার খরচ কিভাবে যোগাড় হচ্ছে; যারা আজীবনের জন্য পংগু হবে, তাদের কে দেখবে? আমার ছেলে কি শরীরের ৯০% পুড়ে যাবের পর, এ্যামবুলেন্সের জন্য রাস্তায় পড়ে থাকবে?
একজন নাগরিক হিসেবে আমাকে ভাবতে হচ্ছে: পাকিস্তানের পদক্ষেপের পর, খালেদা বেগম ও শিবির সম্পর্কে পুরানো ধারণা আরো শক্ত হলো; কিন্তু সেই মতিয়া, সেই মুহিত ও নতুন শামীম ওসমানরা আমাদের কোথায় নেবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।