প্রতিবেশীদের বিপক্ষে ইন্টারের এটা টানা দ্বিতীয় ও শেষ ছয় ম্যচে পঞ্চম জয়, অপর ম্যাচটি ড্র হয়েছিল।
রোববার রাতে সান সিরোয় ইন্টারের জয়ের নায়ক আর্জেন্টিনার স্ট্রাইকার রদ্রিগো পালাসিও। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের অকেকটা সময় গোলবিহীন কেটে যাওয়ায় নিষ্ফল ড্রয়ের ক্ষণ গুনছিল অনেকেই। তবে নির্ধারিত সময় শেষের চার মিনিট বাকি থাকতে কলম্বিয়ার মিডফিল্ডার ফ্রেডি গুয়ারিনের পাস থেকে পালাসিওর দারুণ এক ব্যাকহিলে মুল্যবান তিন পয়েন্ট নিশ্চিত হয় ইন্টারের।
ম্যাচের শুরু থেকে এগিয়ে যাওয়ার অনেকগুলো সুযোগ পায় দুটি দলই।
কিন্তু উভয় পক্ষের আক্রমণভাগই ছিল ব্যর্থ। এসি মিলানের ‘ব্যাড বয়’ মারিও বালোতেল্লি যেমন একাই প্রায় এক হালি সুযোগ নষ্ট করেন। উল্টো ৮৭ মিনিটে একটি হলুদ কার্ডও পান তিনি।
তবে গোল হজমের পর মিলানের জন্য দ্বিতীয় বড় ধাক্কা আসে ইনজুরি সময়ে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বের হয়ে যান ঘানার মিডফিল্ডার সুল্লে মুনতারি।
ইতালির শীর্ষ লিগ সেরি আয় সমান ১৮ বার করে চ্যাম্পিয়ন হলেও মিলানের এই দুটি দলের সাম্প্রতিক পারফরম্যান্স মোটেও ভালো নয়। ইন্টার জিতলেও তাদের শিরোপা পুনরুদ্ধারের সম্ভাবনা ক্ষীন। ১৭ ম্যাচ শেষে পঞ্চম স্থানে থাকা ইন্টারের পয়েন্ট ৩১।
আর গত তিন ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হেরে যাওয়া মিলানের অবস্থান ১৯ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে।
৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস।
আগের ম্যাচে আতালান্তার মাঠ থেকে ৪-১ গোলের জয় নিয়ে ফিরেছে গত দুইবারের চ্যাম্পিয়নরা।
রোববার বড় ব্যবধানে জিতেছে রোমাও। ঘরের মাঠে কাতানিয়াকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
সেরি-আর অন্যান্য ম্যাচে হেলাস ভেরোনা ৪-১ গোলে লাৎসিওকে, তুরিনো একই ব্যবধানে শিয়েভোকে, বোলোনিয়া ১-০ গোলে জেনোয়াকে ও ফিওরেন্তিনা একই ব্যবধানে সাসসুয়োলোকে হারিয়েছে। সাম্পদোরিয়া ১-১ গোলে ড্র করে পারমার সঙ্গে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।