আমাদের কথা খুঁজে নিন

   

ফুটবল লিগের সূচি ঘোষণা

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটি এক বিজ্ঞপ্তিতে লিগের সূচি ঘোষণা করেছে। সূচিতে প্রতিদিনই খেলা রয়েছে। যদিও একদিন আগেও পেশাদার লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল সপ্তাহে পাঁচ দিন খেলা হবে। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে এই সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেলো। গত মৌসুমে সপ্তাহে তিন দিন খেলা হয়েছিল।

এবারের লিগ হবে তিন লেগের। ঘোষিত সূচি অনুযায়ী প্রথম লেগ শেষ হবে ১০ ফেব্রুয়ারি। এর মধ্যে একদিনও বিরতি নেই। এ ব্যাপারে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে মের মধ্যে লিগ শেষ করা। তিন লেগের এই আসরটিতে বিরতি দিতে গেলে অনেক সময় লেগে যাবে শেষ করতে।

তাই আমরা বিরতিহীন ভাবে প্রতিদিনই খেলা রেখেছি। ” এবারের লিগে ১০টি দল অংশ নিচ্ছে। গতবারের ৮টি দলের সঙ্গে এবার যোগ দিচ্ছে চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা। লিগের ১০ দল হলো শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, বিজেএমসি, ব্রাদার্স ইউনিয়ন, ফেনী সকার ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও উত্তর বারিধারা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.