ছবি-নেট
ভ্যালরি(Amanda Seyfried) তার বাবা মা আর একমাত্র বোন লুসিকে নিয়ে ব্ল্যাক ফরেস্টের প্রান্তের এক গ্রামে বাস করেন। তার গভীর ভালোবাসা বাল্যবন্ধু পিটার(Shiloh Fernande। কিন্তু বাবা-মা তার বিয়ে ঠিক করে হেনরির(Max Irons) সঙ্গে। যার সাথে লুচির বিয়ে হওয়ার কথা ছিল। বড় বোন লুচি পূর্ণ চন্দ্রিমায় ওয়ার ওলফের আক্রমনে মারা যায়।
যে রাত্রে সবাই ঘরে দ্বাররুদ্ধ অবস্থায় থাকে। এটা আসলে একধরনের আত্ন হত্যা। ভ্যালরি পালিয়ে যেতে চায় পিটারের সঙ্গে যেখানে ওয়ার ওলফের আক্রমন নাই। বিভীষিকা নাই এমন জায়গায।
ভ্যালরির মা তাকে বোঝায়।
বিযের পরপরই ভ্যালরির বাবাকে সে ভালবাসত না। তার ভালোবাসাছিল অন্য কেউ। পরে ভ্যালরির বাবাকেই ভালোবাসে। আর লুসি আসলে হেনরির হাফসিস্টার যেহেতু সে ভ্যালরির মা এবং হেনরি বাবার ভালোবাসার ফসল। তাই লুচি আর হেনরির বিয়ে বৈধ হতো না।
ভরা পূর্ণিমায় গ্রাম বাসি পশু উৎসর্গ করতো। লুচিকে হত্যার পর তারা যোদ্ধানেকড়ে হত্যার পরিকল্পনা নেয়।
এদিক দিয়ে ডা্ইনী আর ওয়ারওলফ হত্যার এক্সপার্ট ফাদার সলোমনকে(Gary Oldman) তলব করে । ইতিমধ্যে তার একটা নেকড়ে হত্যা করে। সলোমন আসার পর তাকে গর্বভরে জানায় তারা ওয়ারওলফ হত্যা করেছে।
নেকড়ের মাথা দেখে বলে এটা ওয়ার ওলফ নয় সাধারণ নেকড়ে। ওয়ার ওলফ মানুষের রূপ ধরে থাকে আর ভরাপূর্ণিমায় নেকড়ের রূপ ধারণ করে হত্যাযজ্ঞ চালায়। স্বাভাবিক ভরা পূর্ণিমায নেকড়ের আক্রমনে মানুষের মৃত্য হয় কিন্তু এখন চলছে ব্লাড মুন। প্রতি ১৩ বছরে একবার ব্লাড মুনের আভির্বাব। এই সময়ে কামড়ে দিলে ওয়ার ওলফ হয়ে যাবে।
প্রতি ব্লাড মুনে ওয়ার ওলফ জন্মায়।
এর মধ্যে ওয়ার ওলফের আগমন এবং ভালোরির সাথে কথোপকথন। ভ্যালোরিকে নিযে গ্রাম ছেড়ে চলে যাবার আকুতি। আর তাই ভ্যালরিকে ডাইনি সন্দেহ আটকিয়ে রাখা। হেনরির বাবার মৃত্যু।
পিটার কেই সন্দেহ করে ভ্যালোরি ওয়ার ওল্ফ হিসেবে। এদিকে হেনরী ভ্যালোরির দাদীমাকে সন্দেহ করে ওয়ার ওল্ফ হিসেবে। যেহেতু তার শরীর থেকেই পরিচিত ঘ্রান পেয়েছে যেটি সে পেয়েছিল তার বাবাকে হত্যার সময় ওয়ার ওলফের শরীর থেকে। পারস্পরিক সন্দেহের আবর্তে ওয়ারওল্ফ কে?এভাবেই এগিয়ে চলে ডার্ক ফরেস্টের প্রান্তে অবস্থিত গ্রামের লোমহর্ষক কাহিনী,। বরাফাবৃত পাহাড়ী উপত্যকা,গহীণ অরণ্য,জলপ্রপাত এর মধ্যেই ওয়ার ওলফ বধের শ্বাসরুদ্ধকর সাসপেনশন।
স্পেশাল এফেক্ট চমৎকার লোকেশন,রোমাঞ্চে ভরপুর গভীর প্রেম সব মিলিয়ে অনবদ্য হরর ছবি। ভ্যালরির বাবাই কি ওয়ারওলফ?নাকি ভ্যালরি,হেনরি,পিটার?
ওয়ার ওলফ নিযে যতগুলো ছবি আমি দেখেছি এর মধ্যে RED RIDING HOOD ব্যতিক্রমি ভালো লাগার পরিণত কাহিনির। টান টান উত্তেজনায় ঠাসা আর ব্যতিক্রমী উপস্থাপনা । রাত বারোটার পর একাকি লাইট বন্ধ করে দারুণ উপভোগ করার মতন ছবি ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।