আমাদের কথা খুঁজে নিন

   

পড়ি পড়ি করে ম্যান ইউ'র জয়

শেষ পর্যন্ত ইপিএলে হাল সিটিকে ৩-২ গোলে হারিয়েই দিল মোয়েসের ছেলেরা। বৃহস্পতিবারের এই ম্যাচ জয়টা প্রচণ্ড দরকার ছিল ম্যানচেষ্টার ইউনাইটেডের। এই জয়টাই যে রুনিদেরকে অষ্টম স্থান থেকে তুলে আনল ষষ্ঠ স্থানে। লিগ টেবিলের অষ্টম স্থান থেকে উপরে ওঠাই লক্ষ্য ছিল রেড ডেভিলসদের। এদিন জয় না পেলে সেই কাজটা কঠিন হয়ে যেত।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ বাড়ে মোয়েস বাহিনীর। এরপর একের পর এক আক্রমণ গড়ে তোলেন রুনিরা। এর মধ্যেই ম্যাচের ৬৩ মিনিটে হালের ব্রুসের হেড বারে লাগে। ভাগ্য প্রসন্ন মোয়েস বাহিনীর- গোলটি হয়নি। এটা গোল হয়ে গেলে আরও একবার প্রবল চাপের মুখে পড়তে হত তাদের।

এর তিন মিনিটের মধ্যেই রি অ্যাটাকে বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন জেমস চেস্টার। ডান প্রান্ত দিয়ে উড়ে আসা একটি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলে ঢুকিয়ে দেন। এই গোলটার পর রীতিমত মরিয়া হয়ে ওঠে হাল ফুটবলাররা। শেষ কুড়ি মিনিট গোলের জন্য মরিয়া হয়ে লড়েছেন তারা। বার পাঁচেক গোলের সামনা সামনি পৌঁছতে পারলে আত্মতৃপ্তি পাওয়ার মতো কোন ফল ঘরে তুলতে পারেননি।

এই সময় ম্যান ইউ গোলকিপার ডাভিড দ্য গেয়া অপ্রতিরোধ্য হয়ে না উঠলে আজও ম্যাচ শেষে মোয়েসকে বিষন্ন চিত্তেই বাড়ি ফিরতে হত। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ম্যান ইউর অ্যান্টোনিও ভ্যালেন্সিয়া দ্বিতীয়বার হলুদ কার্ড যোগ করে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। তবে শেষ পর্যন্ত ডাভিডের সৌজন্যেই ৩-২ গোলে জিতে পুরো তিন পয়েন্ট পকেটে নিয়ে মাঠ ছাড়ল রেড ডেভিলসরা। সেই সঙ্গে ইপিএলের লিগ টেবিলে উঠে এল ষষ্ঠ অবস্থানে।

টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে এদিন কিংস্টন স্টেডিয়ামে হাজির হয়েছিলেন হাজার পঁচিশেক দর্শক।

দেখলেন নিজেদের দিনে রেড ডেভিলসরা সব কিছু করতে পারে। ঘরের মাঠে খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই হালের ডিফেন্ডার জেমস চেস্টার গোল করে দলকে এগিয়ে দেন। অ্যালেক্স ব্রুসের কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন চেস্টার। ম্যাচের ১৩ মিনিটে ডেভিড মেলার ফের গোল করে হালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। প্রথম ১৫ মিনিটের মধ্যে দু’গোলে পিছিয়ে পড়ার পর যখন ম্যান ইউ সমর্থকরা ভাবছেন এদিনও বোধহয় প্রিয় দলের হার দেখেই বাড়ি ফিরতে হবে তখনই ঘুরে দাঁড়ানোর প্রথম প্রয়াস দেখালেন ওয়ালব্যাকরা।

ম্যাচের ১৯ মিনিটে ক্রিস স্ম্যালিং গোল করে ম্যান ইউর হয়ে ব্যবধান কমান৷ বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে মাতা ছুঁইয়ে গোল করে ম্যান ইউর ব্যবধান কমান এই ব্রিটিশ ডিফেন্ডার৷ সাত মিনিটের মধ্যেই দুরন্ত গোল রুনির৷ ওয়ালব্যাকের সঙ্গে ছোট্ট চাট খেলে তিরিশ গজ দূর থেকে নেওয়া ডান পায়ের দুরন্ত ভলিতে পোষ্টের নব্বই ডিগ্রি কোণ দিয়ে যে গোলটি করলেন তা ম্যান ইউর সমর্থকরা মনে রাখবেন বহু দিন। সূত্র: সংবাদ সংস্থা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.