আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতিচারন - পর্ব ২ - আমি বাইরের ক্লাসে পড়ি।

আমরা সবাই অভিনয় শিল্পী এই রঙ্গমঞ্চের...... সময় কাল ২০০৭। আমি তখন বিবিএ তে পড়ি। চাচাত ভাইয়ের বিয়েতে বাড়িতে গিয়েছিলাম। কাজিনদের সবার সাথে দেখা হল অনেক দিন পর। মনে পড়ে গেল স্কুল জীবনের অনেক স্মৃতি।

কিন্তু অনেক স্মৃতিকে ছাফিয়ে যে স্মৃতিতা এখন আমাকে হাসিয়ে যায় তা আজ আপনাদের সাথে শেয়ার করছি। যদি আপনারও হাসি পায় জানাবেন। ঘঠনাটি ঘটে বিয়ের পরের দিন বিকাল বেল । নতুন বউয়ের সাথে আর নতুন ২-৩ আত্মীয় আমাদের বাড়িতে এলেন। বিয়ে বাড়ি বলে কথা, সবাই একটু আনন্দ করবেই।

এইটাই স্বাভাবিক। বিয়ের পরদিন বিকাল বেলা ভাবীর আরো ২ জন আত্মীয় আসছিল। সাথে ছিল ভাবীর একমাত্র ছোট ভাই। দেখতে অনেক কিউট ছিল। তখন তার বয়স ২-৩ হবে।

তাকে দেখে একটু আদর করার লোভ সামলাতে পারিনি। কিন্তু এই আদার করার সময়টুকু যে আমার জীবনের একটা র্স্মতি হয়ে যাবে কখনো ভাবতে পারিনি। খুব সুন্দর করে কথা বলতে পাড়ত। তাকে কোলে নিয়ে জিগ্গাসা করলাম কি নাম তোমার ? আমার নাম অভি। কেমন আছ তুমি ? ভাল।

এইযে দেখ কি সুন্দর কাটুন চলছে টিবি তে . আমি কাটুন দেখিনা। নিজেই একটু অবাক হলাম। এই বয়সের বাচ্ছারা কাটুন দেখবেনা এটা হয় নাকি !! ও আমাকে জিগ্গাসে করে তুমি কি সবসময় কাটুন দেখ ? ওর প্রশ্নটা শুনে নিজেকে একটু গুছিয়ে নিলাম। বুঝতে বাকি রইল না একটু গুছিয়ে কথা বলতে হবে। না ভাইয়া, আমি ও কাটুন দেখি না।

তখন টিভিতে মিনার কাটুন চলছিল । মিনা স্কুলে যায়। ঐযে দেখ ভাইয়া...মিনা স্কুলে যাচ্ছে , তমি কি স্কুলে যাও। হুম। যাই।

ও তাই। ভেরি গুগ। ভাইয়া তুমি কোন ক্লাসে পড় ??? আমি বাইরের ক্লাসে পড়ি । নিজেই ভাবতে লাগলাম বাইরের ক্লাস আবার কোনটা?? কখনো তো নাম শুনিনি। ওকে আদর করার লোভটা ঐ খানেই ইতি টেনে কেটে পড়লাম।

কিন্তু বাইরের ক্লাস মানে কি বুঝলাম না। এটা আমাকে জানতে হবে। কয়েক দিন পর ভাবি যখন আবার আমাদের বাড়িতে আসল , তখন ভাবীর কাছে জানতে চাইলম ভাবী বাইরের ক্লাস মানে কি ?? ভাবীও একটু অবাক হলেন । বলতে পারছিলেন না। মনে মনে ভাবা শুরু করে দিয়েছি, নিজের ভাই কিসে পড়ে তাই জানে না, আল্লাহ জানে ভাইয়ার কি হবে?? ভাবী জানতে চাইলো...এই ধরনের নাম তো কখনো শুনি নাই।

আমি তো অবাকই হলাম। শুনেন নাই মানে। আপনার ভাই অভিই বলল সে বাইরের ক্লাসে পড়ে। ভাবি ও অবাক। বলল ও ত স্কুলেই ভর্তি হয় নাই।

পরে যা জানতে পারলাম....অভি তখন তার মেজ বোন এর সাথে স্কুলে যেত। কিন্তু ক্লাসের সময় স্যার তাকে বাইরে বসিয়ে রাখত। আর এইটাই তার বাইরের ক্লাস। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.