আমাদের কথা খুঁজে নিন

   

শুধু মোদির সমালোচনা করা আর অন্যদের ব্যাপারে চুপ থাকাও এক ধরণের অপরাধ

'যে ব্যক্তি সহজ-সরল ও কোমল হবে, সে ব্যক্তির জন্য আল্লাহ দোযখ হারাম করে দেবেন' [সহীহুল জা'মে/৬৪৮৪]

মোদিকে গুজরাট দাঙ্গায় ক্লিনচিট দেওয়া হয়েছে কাল। আল্লাহই ভালো জানেন তিনি দাঙ্গার সময় নিজের ইচ্ছায় ব্যবস্থা নেননি নাকি নিয়েছিলেন। তবে কাল থেকে আমার মাথায় একটা কথা ঘুর ঘুর করছে। কাল একটা লেখা লেখেছিলাম সরকারের কাল্পনীক সন্ত্রাসী সংগঠন সম্পর্কে। একটা কাল্পনীক সংগঠন থাকলে সরকারের খুব সুবিধা হয় যাতে যা কিছুই ঘটুক তাদের নামে চালিয়ে দেওয়া যায় আর সরকার বিরোধী আন্দোলনের সময় কিছু দুর্ঘটনা করে আলোচনার মোর ঘুরিয়ে দেওয়া যায় (বিস্তারিত পড়ুন কালকের স্টেটাসে)।



মোদিকেও সকল রাজনৈতিক দল তাদের হাতিয়ার বানিয়ে নিয়েছে। যেকোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই মুসলিমরা কোন অভিযোগ তুললে তারা মোদির কথা টেনে এনে মুসলিমদের চুপ করিয়ে দেয় বা ভুলিয়ে দেয়। আলোচনার মোড় ঘুড়িয়ে দেয়। মোদি ভালো না খারাপ আল্লাহই ভালো জানেন। কিন্তু মোদির কারণে সকল দল যে মুসলিমদের কত বোকা বানিয়েছে আর বানাচ্ছে তার হিসাব করা মুশকিল।



আমরা জানি যে ভারতের দাঙ্গা গুলোর মধ্যে গুজরাট দাঙ্গা সবথেকে ভয়ংকর। এটা নিয়ে বিজেপি বিরোধী সকল পার্টি প্রচুর আলোচনা-সমালোচনা করেছে। ২০০২ সালের পর এরা এই দাঙ্গার নামে মুসলিমদের এত্ত এত্ত বোকা বানিয়েছে তা ভাবাই যায়না। আসামে কংগ্রেসী রাজ। তারা নাকি ধর্মনিরপেক্ষ! অথচ আসামে এত মাস ধরে কি বিশাল দাঙ্গায় না চলল! কংগ্রেস আসাম দাঙ্গার সময়েও মোদির সমালোচনা করতে ব্যস্ত।

আর মুসলিমরাও গুজরাটের কথা ভেবে, মোদির সমালোচনা শুনে আসা্মের অত্যাচারকে ভুলতে ব্যস্ত।

সমাজবাদি পার্টির নেতা মুলায়াম সিং যাদবকে অনেকে মাওলানা মুলায়াম সিং যাদব বলে থাকেন। তিনি নাকি এতটাই মুসলিমদের আপন। কিন্তু মুজাফফার নগরে কি হল? আচ্ছা ভাই যা হল হল... বিজেপি করল, অমিত শাহর উস্কানি হল কিন্তু এত মাস পরেও কেন হাজার হাজার মুসলিমরা ভ্রান শিবিরে আছে?! আরে ভাই আছে আছে ঠিকভাবে খাবার আর ঠান্ডা থেকে বাঁচার জন্য কম্বলের ব্যবস্থাও করতে পারবেনা?! অবস্থা এতটাই খারাপ যে সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকারকে শীঘ্রই কম্বলের ব্যবস্থা করতে বলেছিলেন তারপরেও তারা ঠিক ভাবে সামান্য কম্বলের ব্যবস্থা করতে পা্রেন না। নিউজে দেখলাম ভ্রান শিবিরের বাচ্চারা কম্বল, খাবার, ঔষুধের অভাবে মারা যাচ্ছে।



একবিংশ শতাব্দীতে এসে দাঙ্গা হওয়াটা মানবতার জন্য খুবই লজ্জাকর ব্যাপার। দাঙ্গার সমালোচনা নিশ্চয় প্রতিটি নিরপেক্ষ নাগরিককে করা উচিত। কিন্তু শুধু মোদি মোদি করে যারা লাফান আর অন্য দাঙ্গাকারীদের ব্যাপারে চুপ থাকেন তারাও নিশ্চয় অপরাধী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.