আমাদের কথা খুঁজে নিন

   

এবার সার্কভুক্ত দেশের পর্যবেক্ষক আনবে ইসি

দশম সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচন পর্যবেক্ষণে আসতে রাজি না হওয়ায় শেষ ভরসা হিসেবে সার্কভুক্ত দেশের নির্বাচন কমিশনকে আনার উদ্যোগ নিয়েছে ইসি। এক্ষেত্রে প্রতিনিধি দলের থাকা, খাওয়াসহ ভোটকেন্দ্র পরিদর্শনের সব ব্যবস্থা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। সার্কভুক্ত দেশের নির্বাচন কমিশনের সংগঠন 'ফোরাম অব ইলেকশন ম্যানেজমেন্ট বডিস-সার্ককে (ফেমবোসা) ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছে। বর্তমানে ভুটানের প্রধান নির্বাচন কমিশনার সার্কভুক্ত এ সংগঠনটির সভাপতি। ভুটানের সিইসিকে এক পত্রে ইসি সচিবালয় জানায়, ৩ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্বাচন পর্যবেক্ষণে আসা প্রতিনিধি দলের জন্য স্থানীয়ভাবে থাকা, খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা থাকবে। জানতে চাইলে ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার প্রথমবারের মতো সার্কভুক্ত নির্বাচন কমিশনের সংগঠন ফেমবোসার কাছ থেকে সাড়া পাওয়া গেছে।

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.