সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রাক্কালে চট্টগ্রামের আনোয়ারার উপকূলীয় গহিরা থেকে ৫৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের আটক করে স্থানীয় জনতা। এদের মধ্যে মধ্যে ঢাকা, নরসিংদী, মাদারীপুর, রংপুরসহ চট্টগ্রামের বাইরের বিভিন্ন জেলার লোক রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য ছালেহ আহমদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সন্ধ্যার পরে এসব লোক মধ্য গহিরা বাঁচামাঝির ঘাটের কাছে একটি বিলের মাঝে জড়ো করে স্থানীয় দালালচক্র। খবর পেয়ে স্থানীয়রা ঘেরাও করে তাদের মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৩ টায় তাদের থানায় নিয়ে যায়। তবে পুলিশের অবস্থান টের পেয়ে দালালরা পালিয়ে যায়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, মালয়েশিয়া পাচারের প্রাক্কালে উপকূলীয় মধ্য গহিরা থেকে এসব লোককে আটক করা হয়। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তবে দালালদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র আরো জানায়, দালালচক্র এসব লোক পতেঙ্গার ১৫ নম্বর ঘাট দিয়ে উপকূলীয় গহিরায় পাঠায়। সেখান থেকে রাতেই সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের কথা ছিল। স্থানীয় কয়েকজন দালাল এ আদম পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর আগে আরো কয়েকবার উপকূলীয় গহিরা দিয়ে সমুদ্রপথে আদম পাচার করেছে বলে জানা গেছে। উখিয়া-টেকনাফ রুটে মালয়েশিয়ায় আদম পাচারে বারবার ব্যর্থ হওয়ায় আনোয়ারার উপকূলকে বেছে
নিয়েছে দালালরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।