নারায়ণগঞ্জের আড়াইহাজারে কাভার্ডভ্যান চালককে হত্যা করে দুর্বৃত্তরা আনুমানিক ৫০ লাখ টাকা মূল্যের ২৭১ রোল কাপড় ছিনতাই করে নিয়ে গেছে। নিহত চালকের নাম জিতু (৩২)। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়। গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পুরিন্দা এলাকায় চালকের লাশসহ খালি কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ঙ-১১-০৩৩৭) পুলিশ উদ্ধার করেছে। আহত হেলপার রনিকে (১৮) আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে। আহত হেলপার রনির বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি ( ঢাকা মেট্রো-ঙ-১১-০৩৩৭) ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। চট্টগ্রাম ছেড়ে আসার পর রাস্তায় ২ জন লোক বিপদে পড়েছে বলে কাকুতি মিনতি করে কাভার্ডভ্যানে উঠে। তারা ঢাকা যাওয়ার ভাড়াও দিতে চেয়েছে। এ কারণে চালকের মনে কোনো সন্দেহ জাগেনি। কুমিল্লার মাঝামাঝি এসে যাত্রীবেশি লোক দুটি ঠাণ্ডা টাইগার বের করে খেতে দেয়। কোনো সন্দেহ না করে খুশি মনে আমরা টাইগার খাই। কিছুক্ষণ পর মাথা ঘুরাতে থাকে। যাত্রীবেশি ২ ব্যক্তি রাস্তায় নির্জন স্থানে গাড়ি থামিয়ে অজ্ঞান অবস্থায় ড্রাইভার জিতুকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর আমার কিছুই মনে নেই। সকালে দেখি আমরা রাস্তার পাশে পড়ে আছি। গাড়ি খালি। দুর্বৃত্তরা সব কাপড় নিয়ে গেছে।
পুলিশ জানায়, ছিনতাইকৃত কাপড়ের মূল্য ৫০ লাখ টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আখতার মোরশেদ জানান, আসামি গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।