জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, সরকার অধ্যাদেশ জারি করে স্বীকৃতির নামে কওমি মাদ্রাসার গলা চেপে ধরতে চায়। প্রকৃত ইসলামী শিক্ষা উঠিয়ে দেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই আলেম সমাজের কাছে ধিকৃত ব্যক্তিবর্গের সহায়তায় কওমি মাদ্রাসার স্বীকৃতি নামক প্রতারণার জাল বিছিয়েছে। আলেম-ওলামারা বিভ্রান্ত হবে না। গতকাল পল্টনের কার্যালয়ে জমিয়তের বিভাগীয় দায়িত্বশীলদের মতবিনিময় সভায় নেতারা এ কথা বলেন। জমিয়তের নির্বাহী সভাপতি আল্লামা মোস্তফা আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আল্লামা নূর হোসাইন কাসেমী, আল্লামা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা মনজুরুল ইসলাম, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।