আমাদের কথা খুঁজে নিন

   

পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে

দয়ালু আল্লাহ বান্দার দোয়া কবুল করার জন্য অঙ্গীকারবদ্ধ। সূরা মুমিনের ৬০ নম্বর আয়াতে তিনি ইরশাদ করেছেন_ তোমরা আমার কাছে দোয়া কর আমি তা কবুল করব। দুনিয়ায় মানুষের অবস্থান স্বল্পকালের জন্য। আখেরাতের জীবন অনন্তকালের। দুনিয়ার জীবন মানুষের জন্য পরীক্ষাগার। এই জীবনে যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্যের পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের আখেরাতের জীবনে পুরস্কৃত করা হয়। যারা উত্তীর্ণ হতে ব্যর্থ হয় তাদের শাস্তি পেতে হয়। যারা উত্তীর্ণ হবেন তাদের স্থান হবে জান্নাতে। আর যারা ব্যর্থ হবেন জাহান্নামে তাদের ঠাঁই হবে। দুনিয়ার জীবন কঠিন জীবন। শয়তানের ফাঁদ পাতা থাকে চতুর্দিকে। মানুষকে গুনাহের পথে নিতে শয়তান উন্মুখ থাকে। আদি পিতা হজরত আদম (আ.) ও বিবি হাওয়াকে সৃষ্টি করার পর আল্লাহ তাদের জান্নাতে ঠাঁই দেন। আদম ও হাওয়া শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে আল্লাহর নির্দেশ ভঙ্গ করেছিলেন। নিষিদ্ধ ফল ভক্ষণ করে জান্নাতে থাকার যোগ্যতা হারিয়েছিলেন। তাদের জান্নাত থেকে বহিষ্কার করে পৃথিবীতে পাঠানো হয়। মানব জাতির আদি পিতা আদম (আ.) ও বিবি হাওয়া তাদের পাপের জন্য অনুতপ্ত হয়েছিলেন। আল্লাহ অসীম দয়ালু। তাই তিনি তার বান্দার অনুতপ্ত হওয়াকে গ্রহণ করেছিলেন। তার দোয়াকে তিনি কবুল করেছিলেন। এ বিষয়ে সূরা ত্বাহার ১২১-১২২ আয়াতে ইরশাদ করা হয়েছে_ 'আদম তাহার প্রতিপালকের হুকুম অমান্য করিল, ফলে সে ভ্রমে পতিত হইল। ইহার পর তাহার প্রতিপালক তাহাকে মনোনীত করিলেন, তাহার তওবা কবুল করিলেন ও তাহাকে পথ নির্দেশ করিলেন।' মানুষ মাত্রই ভুল করে। শয়তানের ধোঁকায় পড়ে অন্যায়ের পথে প্রলুব্ধ হয়। কিন্তু দয়ালু আল্লাহর কাছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন। দয়ালু আল্লাহ চান বান্দা তার কাছে ক্ষমা প্রার্থনা করুক। নিজের ভুলের জন্য অনুতপ্ত হোক। আল্লাহর কাছে ভুলের জন্য পাপের জন্য ক্ষমা চাওয়া আদি পিতা হজরত আদম (আ.)-এর সুন্নাত। আদমের সন্তান হিসেবে আমাদের উচিত প্রতিমুহূর্তে আল্লাহর কাছে নিজের অক্ষমতা ও অপরাধ স্বীকার করা। বান্দা নিজের অপরাধ স্বীকার করলে আল্লাহ তাকে শুধু ক্ষমাই করেন না তাকে সৎ পথও প্রদর্শন করেন। আল্লাহ আমাদের সবাইকে পাপ থেকে দূরে থাকা এবং নিজের ভুলত্রুটির জন্য খাস দিলে তার কাছে ক্ষমা চাওয়ার তাওফিক দান করুন।

লেখক : ইসলামী গবেষক

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.