আমাদের কথা খুঁজে নিন

   

একসঙ্গে রোমানা, প্রভা ও নিলয়

একসঙ্গে এই প্রথম রোমানা, প্রভা ও নিলয় একই নাটকে অভিনয় করলেন দর্শক সমাদৃত পরিচালক শামীমা শাম্মীর পরিচালনায় 'ছুঁয়ে গেলো মন' নাটকে। রবিবার নাটকটির শুটিং শেষ হয়েছে বলে জানালেন পরিচালক শামীমা শাম্মী। নাটকের গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। টেলিহোম প্রযোজিত এই নাটকটি খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক। নাটকটিতে রোমানা অভিনয় করছেন ছোঁয়া চরিত্রে, প্রভা বর্ষা চরিত্রে এবং নিলয় আবির চরিত্রে।

রোমানা বলেন, 'সময়ের চলমান ঘটনার গল্প। প্রথম কাজ করলাম প্রভা ও নিলয়ের সঙ্গে। ভীষণ উপভোগ করেছি। পরিচালক শাম্মী আপাকে আন্তরিক ধন্যবাদ এমন একটি কাজে আমাকে সুযোগ দেবার জন্য। '

প্রভা বলেন, 'আমি সত্যি অনেক আশাবাদী নাটকটি নিয়ে।

কারণ আমাদের টিমওয়ার্কটা অনেক ভালো ছিলো। ' নিলয় বলেন , 'খুব কাছাকাছি সময়ে এতো ভালো গল্পের নাটকে আমার অভিনয় করা হয়ে ওঠেনি। রোমানা আপু এবং প্রভার সঙ্গে এটা আমার প্রথম কাজ। দুজনই ভীষণ কো-অপারেটিভ। দর্শকের প্রতি বিশেষ অনুরোধ রইল নাটকটি দেখার জন্য।

' এদিকে শামীমা শাম্মী সর্বশেষ রিচি ও প্রভাকে নিয়ে নির্মাণ করেছেন 'গোলাপ নয় গ্ল্যাডিউলাস' নাটকটি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.