"যত সমস্যা, তত সমাধান"
আপনার যদি Google, Yahoo, Hotmail বা এ রকম বিভিন্ন Email Account থাকে, তাহলে সেগুলি খুলে চেক করা বেশ ঝামেলা। এক জায়গায়ই যদি সব ধরনের মেইল পাওয়া ব্যাবস্থা করা যেত, তাহলে বেশ ভাল হত। ই-প্রোম্পটার সফটওয়্যারের সাহায্যে আপনি Google, Yahoo, Hotmail, Msn, যে কোন ধরনের পপসহ ১০০টির বেশি Mail Account এর Mail চেক করতে এবং পাঠাতে পারবেন। 909 Kb Software টি http://www.eprompter.com থেকে নামিয়ে Install করে নিন। এবার software টি চালু করে Menu থেকে New Account Click করে Email Address লিখে Next করুন এবং Password লিখে Next করলে Email Address যোগ হবে। এভাবে আপনি ইচ্ছে মত Email Address Add করতে পারেন। প্রতিটি Email আলাদা রঙে দেখাবে, যা স্বয়ংক্রিয়ভাবে Update হবে। কতটি Mail এসেছে, তা System ট্রেতে থাকা Icon এ ধারাবাহিকভাবে দেখা যাবে। - জিসান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।