একসঙ্গে তিনটি বা ততোধিক সন্তানের জন্ম দেয়ার ঘটনা এখন চিকিত্সা বিজ্ঞানে খুব আশ্চর্য বা নতুন কোনো বিষয় নয় l কিন্তু একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন মধ্যপ্রদেশের ২৮ বছর বয়সি এক নারী l তবে দুঃখের বিষয় ১০টি সদ্যজাতদের মধ্যে কেউই আর বেঁচে নেই l
জানা যায়, গত সোমবার রাতে প্রসব বেদনা ওঠায় ভারতের মধ্যপ্রদেশের সাতনার কোটি গ্রামের অঞ্জু কুশওয়ালাকে স্থানীয় সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয় l অঞ্জুর গ্রাম থেকে রেওয়া জেলায় অবস্থিত হাসপাতালটির দূরত্ব ১২৯ কিমি l তাই পথে আসতে আসতেই ৯টি সন্তানের জন্ম দিয়ে দেন তিনি l রাত ১১ টা নাগাদ ৯টি বাচ্চাকে একটি কাপড়ে মুড়ে অঞ্জু ও তার স্বামী সঞ্জয় হাসপাতালে পৌঁছান l সেখানেই চিকিৎসকদের সহায়তায় ১২.৩১ মিনিটে তার দশম সন্তান ভূমিষ্ঠ হয় l
হাসপাতালের সহকারি সুপার জানিয়েছেন, শেষ সন্তানের জন্ম হাসপাতালের অপারেশন থিয়েটারে জন্ম দিলেও সবকটি সন্তান ১২ সপ্তাহ আগেই মারা গিয়েছিল l আর আশ্চর্য ঘটনাকে চাক্ষুষ করতে ভিড় জমিয়েছেন অনেকেইl মা ও তার দশটি বাচ্চাকে দেখার জন্য হাসপাতালের গাইনি বিভাগে লেগেছিল লম্বা লাইন l
বিভিন্ন সংবাদসংস্থা সূত্রে জানা যায়, এই ধরনের একসঙ্গে এতগুলো সন্তান জন্মানোর ঘটনা রোমে ঘটেছিল ১৯৭১ সালে l সেখানে ৩৫ বছর বয়সি এক নারী একসঙ্গে ১৫টি সন্তানের জন্ম দেন l এরপর মালয়েশিয়ায় এক সন্তানসম্ভবা ৯টি সন্তানের জন্ম দিয়ে বিস্ময় সৃষ্টি করেন l কিন্তু কেউই বাঁচেনি l
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।