আমাদের কথা খুঁজে নিন

   

জিরো টলারেন্স ক্যা?

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; কি রে, কি করছ?
-উস্তাদ, রাস্তা কাটি।
রাস্তা কাটছ ক্যারে?
-উস্তাদ, অবরোধ করবাম। গাড়ি, ঘুড়া যাইবার দিবাম না।
কাট, কাট ভাল কইরা কাট। বেশি গভীর কইরা কাটছত তো?
-উস্তাদ, কছম লাগে।

এমন কইরা কাটছি যে লাফ দিয়া ও যাইতে কষ্ট হইব। গাড়ি তো দূরের কথা।
ভাল, ভাল। বাসায় কে থাকে তোর সাথে?
-উস্তাদ, পরিবার থাকে। আমার পোলা থাকে।

আর বুড়া বাপ থাকে।
তো রাস্তা যে কাটলি, কাল যখন অবরোধ শ্যাষ হইব তখন চলবি ফিরবি কেমনে?
-উস্তাদ, সরকার ঠিক করব!
তা তো মেলা ঝামেলার কাম। টেন্ডার হইব। দুর্নীতি হইব। পৌষ যাইব, আষাঢ় আইব তারপর কাম হইব।

এর মাঝে হয়ত গেটিস দিয়া চালান লাগব।
-উস্তাদ, এইটা তো ভাবি নাই। মাথায় রক্ত উঠছিল। হালারা নাস্তিক(!)
শুন মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এক দল শিবির কইয়া মারব।

আরেক দল নাস্তিক কইয়া মারব। না তোর উন্নতি হইব না আমার উন্নতি হইব। মাঝখান দিয়া অন্য মানুষের পকেট ভরবো। যেইটুকু আছে রাগের মাথায় যদি তোরা সেইটুকুও নষ্ট করিস(!) তাইলে ক্যামনে চলত?

এত্ত জিরো টলারেন্স ক্যা?
-উস্তাদ, খালি বাড়া ভাতে ছাই দিবাম আর দিবাম। নিজের নাক কাইট্যাঁ হইলেও আরেক জনের যাত্রা ভঙ্গ করবাম(!)

পুনশ্চঃ ঘুম আজকাল বেশি গভীর হইতেছে।

তাই জেগে জেগে উদ্ভট চিন্তা করতেছি। ঘুমের মাঝে ভাবার টাইম নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.