আমি অতি সাধারন
আমার Formula 1 সম্পর্কে কোনো ধারনা ছিলো না । একবার শখের বশত দেখতে গিয়ে আমি জার্মান রেস ড্রাইভার মাইকেল শুমাখার এর ফ্যান হয়ে যাই , তারপর নিয়মিত Formula 1 দেখা শুরু করি ।
Formula 1 আর মাইকেল শুমাখার যেনো পয়সার এই পিঠ আর ওই পিঠ । রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন তিনি । ১৯৯১ থেকে টানা ২০০৬ পর্যন্ত খেলে তিনি অবসরে যান এবং পড়ে ২০১০ আবার অবসর থেকে ফিরে আসেন এবং ২০১২ তে আবার অবসরে যান ।
বর্তমানে ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি এবং তিনি কোমাতে আছেন এবং তার অবস্থা খুব গুরুতর । জানা যায় তিনি ফ্রান্সের আল্পস পর্বতমালাতে তিনি নিজ পরিবারের সাথে স্কি করতে গিয়ে মস্তিস্কে আঘাতপ্রাপ্ত হোন ।
আমরা এই লিজেন্ড Formula 1 রেসার এর সুস্বাস্থ্য কামনা করি , এবং আমাদের আশা তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাজে ফিরে আসবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।