সোমবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও খেলার জন্য পুলিশী নিরাপত্তার কোনো আশ্বাস না পাওয়ায় বাফুফে লিগ শুরু করার সিদ্ধান্ত নিতে পারেনি। ফলে মাত্র দু’টি ম্যাচের পর অনাকাঙ্খিত বিরতি আরো দীর্ঘ হচ্ছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, “আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ করেছি, তারা এই মুহুর্তে খেলার নিরাপত্তার জন্য পুলিশ দিতে রাজি হয়নি। অন্তত ২০-২৫ জন পুলিশ পেলেও আমরা খেলা চালিয়ে যেতাম। ”
“আশা করছি, মঙ্গলবার একটা ভালো সংবাদ পাবো।
তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারবো, কবে শুরু করা যায় লিগ”, যোগ করেন তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।