দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু আজ বৃহস্পতিবার রাত ৯ টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত এ বছরের প্রথম উল্কাবৃষ্টি কোয়াড্রানটিডস (Quadrantids) দেখার সবচেয়ে ভাল সময়। প্রতি ঘণ্টায় দেখা যাবে ৪০ থেকে ৬০ টি উল্কা যা স্থানভেদে সর্বোচ্চ ৮০টি পর্যন্ত হতে পারে। ছবি বড় করে দেখতে ক্লিক করুন এই উল্কা বৃষ্টি দেখতে চোখ রাখুন আজ রাতের উত্তর-পূর্ব আকাশে। বড় একটি প্রশ্ন বোধক চিহ্নের মত সপ্তর্ষীমন্ডলের (Ursa Major) একটু নিচে বুটিস (Bootes) তারকামন্ডলে দেখা যাবে এই উল্কাবৃষ্টি। নাসা মার্শাল স্পেস ফ্লাইট সেন্টার থেকে কোয়াড্রানটিডস্ (Quadrantids) উল্কাবৃষ্টি সরাসরি সম্প্রচার করবে। http://www.ustream.tv/channel/nasa-msfc
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।