এই জয়ে আপাতত ইপিএলের শীর্ষে ম্যান সিটি। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট।
একটি করে ম্যাচ কম খেলে ৪২ ও ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে আর্সেনাল ও চেলসি।
লিবার্টি স্টেডিয়ামে ১৪ মিনিটের সময় ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনিয়োর গোলে এগিয়ে যায় ম্যান সিটি।
বিরতির ঠিক আগে স্বাগতিক দলকে সমতায় ফেরান আইভরি কোস্টের স্ট্রাইকার উইলফ্রিড বনি।
তবে ৫৮ ও ৬৬ মিনিটে আইভরি কোস্টের মিডফিল্ডার ইয়াইয়া তোরে ও সার্বিয়ান ডিফেন্ডার আলেকসান্দার কোলারভের লক্ষ্যভেদ ৩-১ গোলে এগিয়ে দেয় দুই মৌসুম আগের চ্যাম্পিয়নদের।
ইনজুরি সময়ে বনি আরেকটি গোল করলেও ম্যান সিটির জয়ের পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।