আমাদের কথা খুঁজে নিন

   

‘বিজিএমইএর নামে চাঁদাবাজি হচ্ছে’

রোববার সন্ধ্যায় কারওয়ান বাজারে বিজিএমইএর প্রধান কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি আতিকুল ইসলাম।
আতিকুল বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে যে, রানা ভবনের পোশাক কারখানাগুলোর আহত শ্রমিকদের সাহায্যার্থে বিজিএমইএ কর্তৃপক্ষের নাম ভাঙ্গিয়ে কেউ কেউ টেলিফোনে আমাদের সদস্যদের কাছে বড় অংকের চাঁদা দাবি করছেন। ”
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “সকলের অবগতির জন্য জানাচ্ছি যে, বিজিএমইএ থেকে টেলিফোন করে কারো কাছে চাঁদা দাবি করা হচ্ছে না। ”
এ ধরনের কোনো ফোনকল পেলে যাচাই করে দেখার অনুরোধ জানান তিনি।
তিনি জানান, সাভারের রানা প্লাজার দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের জন্য ‘বিজিএমইএ ডিজাস্টার রিলিফ একাউন্ট’ নামে একটি হিসাব খোলা হয়েছে।


এই হিসাবে সব পোশাক কারখানার মালিক, ক্রেতা, পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এবং আগ্রহী যে কোনো ব্যক্তি সহায়তা করতে পারবেন বলে জানান তিনি।
বেসরকারি আইএফআইসি ব্যাংকের কারওয়ান বাজার শাখার হিসাব নম্বর ১০১৭১২৪২২৬০০১, সুইফট কোড নম্বর আইএফআইসিবিডিডিএইচ ০১৭।
ভবন ধসের দুর্ঘটনা তদন্তে বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি এস এম মান্নান কচিকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবে বলে জানান তিনি।
বিভিন্ন কারখানার ভবনে ফাটল দেখা যাচ্ছে জানিয়ে বিজিএমইএ সভাপতি বলেন, “আমরা জানতে পেরেছি, ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে এটিকে ইস্যু করে কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন।


স্থাপত্য বিশেজ্ঞদের দ্বারা একটি কমিটি গঠনের মাধ্যমে বিষয়টি পরীক্ষার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.