সাভারের ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সমিতির সহসভাপতি এস এম মান্নানকে আহ্বায়ক করে নয় সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটিকে ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
আজ রোববার বিজিএমইএ ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান সমিতির সভাপতি মো. আতিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি আবদুস সালাম মুর্শেদী ও সফিউল ইসলাম, বর্তমান সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, বিকেএমইএর সহ-সভাপতি আসলাম সানি প্রমুখ।
দুই দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে। বিষয়টি নিশ্চিত করে বিফ্রিংয়ে পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে সভাপতি বলেন, ‘দেশ, জাতি, অর্থনীতি ও শিল্পের স্বার্থে কারখানার উত্পাদন কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আপনারা শান্তিশৃঙ্খলা বজায় রেখে কাজ করবেন। ’ এ সময় কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবিও জানান তিনি।
এ ছাড়া সাভার ট্র্যাজেডির পুনরাবৃত্তি এড়াতে সব পোশাক শিল্পপ্রতিষ্ঠানের ভবন কাঠামো পরীক্ষা করতে রাজউকের প্রতি আহ্বান জানান সমিতির সভাপতি।
তিনি বলেন, এ জন্য বিজিএমইএ প্রয়োজনীয় সহায়তা দেবে। ধসে যাওয়া ভবনের মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করায় সরকারকে সাধুবাদ জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ওই ভবন নির্মাণে সংশ্লিষ্ট নকশাবিদ, অনুমোদনকারী রাজউক কর্মকর্তা সবাইকে গ্রেপ্তার করুন। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে না।
বিজিএমইএর সভাপতি বলেন, ‘কারখানার তিনজন মালিক আমাদের কাছে আত্মসমর্পণ করেছেন। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরেকজন মালিকের আত্মসমর্পণের ব্যাপারেও আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ’
আতিকুল ইসলাম বলেন, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে সরকার ২০ হাজার টাকা করে দিচ্ছে। এটি শুধু লাশ পরিবহন ও দাফনের জন্য, ক্ষতিপূরণ নয়। তাজরীনের মতো সাভারে নিহত শ্রমিকদের অধিকার নিশ্চিত করে সরকার, বিজিএমইএ ও অন্যান্য সংস্থা মিলে সমন্বিতভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এ জন্য কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি, আহত শ্রমিকদের সাহায্যার্থে বিজিএমইএর নাম ভাঙিয়ে কেউ কেউ সমিতির সদস্যদের কাছে চাঁদা দাবি করছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, বিজিএমইএ থেকে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে না। তবে হতাহত শ্রমিকদের সাহায্যার্থে বিজিএমইএর পক্ষ থেকে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। ’।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।