[উর্দু কবিতার প্রাণপুরুষ ফয়েজ আহমদ ফয়েজ। ইকবালের পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ফয়েজ। জন্ম ১৯১১ সালের ১৩ ফেব্রুয়ারি শিয়ালকোটে। মৃত্যু ২০ নভেম্বর ১৯৮৪। মার্কসবাদী কমিউনিস্ট। রাওয়ালপিন্ডি ষড়যন্ত্র মামলায় ১৯৫২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত জেল খেটেছেন। সাংবাদিকতা করেছেন, ব্রিটিশ সামরিক বাহিনীতে চাকরি করেছেন। ১৯৬২ সালে লেনিন শান্তি পুরস্কার পান। নোবেল পুরস্কারের জন্য তার নাম প্রস্তাবিত হয়েছিল। এই মহান কবির ২০ নভেম্বর ছিল ২৯তম মৃত্যুবার্ষিকী। বাংলাদেশে ফয়েজ সুপরিচিত। মুক্তিযুদ্ধের সমর্থনে কবিতা লিখেছেন। নিচের কবিতা দুটি উর্দু থেকে অনূদিত, ফয়েজের প্রতি অনুবাদকের শ্রদ্ধাঞ্জলি]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।