আমাদের কথা খুঁজে নিন

   

মহালয়ার মধ্য দিয়ে আজ দেবী দুর্গার আবাহন

আজ শুক্রবার শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দেবী দুর্গাকে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানোর দিন। মন্দিরে মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীর আবাহনই মহালয়া। আর এরই মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভিকতা। আগামী ১০ অক্টোবর ষষ্ঠীপূজায় দেবী দুর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আগামী ১৪ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের প্রারম্ভিকতা। আগামী ১০ অক্টোবর ষষ্ঠীপূজায় দেবী দুর্গার বোধন ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। আগামী ১৪ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

সনাতন শাস্ত্র মতে, মহালয়ার মধ্য দিয়ে দেব-দেবীকুল দুর্গাপূজার জন্য নিজেদের জাগ্রত করেন। আর মহালয়া থেকেই শুরু হয় দেবী পক্ষ। পঞ্জিকা মতে, এ বছর মর্ত্যলোকে (পৃথিবীতে) দেবীর আগমন ঘটবে দোলায় চড়ে। ফলে মড়ক, হানাহানি, প্রাকৃতিক দুর্যোগ, রোগের প্রাদুর্ভাব বাড়বে। তবে সনাতন বিশ্বাস মতে, দেবী তার অশেষ কৃপায় সবাইকে রক্ষা করেন। স্বর্গলোকে দেবীর গমন গজে (হাতি) চড়ে। যার ফল হিসেবে এ পৃথিবী সুজলা, সুফলা ও শস্যপূর্ণ হয়ে উঠবে।

ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি জানান, 'মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে আজ সকাল ৬টায় চণ্ডীপাঠ ও বিশেষ পূজার আয়োজন থাকবে'। এ ছাড়া রাজধানী ঢাকাসহ সারা দেশে অন্যান্য মন্দির ও পূজামণ্ডপগুলোতে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকবে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.