আমাদের কথা খুঁজে নিন

   

শহীদ মিনারে ১৪ দলের সমাবেশ আজ

আজ বেলা ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের ব্যানারে সমাবেশ করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। বিজয়ের মাসে স্বাধীনতাবিরোধী অপতৎপরতা রুখতে এ সমাবেশ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সমাবেশ সফল করতে গতকাল বিকালে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং রবিবার ১৪ দল পৃথক বৈঠক করেছে।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, সমঝোতার জন্য বিদেশিরা যতই চেষ্টা করুক বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার একগুঁয়েমির কারণে তা সম্ভব হবে না।

আলোচনা হচ্ছে। আমরাও চেষ্টা করছি, বিদেশিরাও চেষ্টা করছেন। কিন্তু তারা নির্বাচনে আসবেন না। তাই সমঝোতাও চান না।

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় কার্যকরকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে কোনো ধ্বংসাত্দক কর্মকাণ্ড চালাতে না পারে সে জন্য ঢাকার প্রতিটি পাড়া-মহল্লায় বিজয় মঞ্চ গড়ে তোলার আহ্বান জানান মহানগর আওয়ামী লীগের নেতারা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দফতর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.