আমাদের কথা খুঁজে নিন

   

রাষ্ট্রীয় মর্যাদায় ফিরোজ আহমেদের দাফন সমú

খুলনার মানুষের প্রিয় নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফিরোজ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল দুই দফা জানাজা শেষে মুসলমানপাড়ায় অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রবিবার দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মাওয়ায় ফিরোজ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৪ বছর। গতকাল দাফনের আগে শহীদ হাদিস পার্কে ফিরোজ আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। সেখানে ফুলেল শ্রদ্ধা জানান '৭১-এর রণাঙ্গনের সাথী মুক্তিযোদ্ধারা। এ ছাড়া সব রাজনৈতিক দল, আইনজীবী সমিতি, একাধিক শ্রমিক ইউনিয়নসহ অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অ্যাডভোকেট ফিরোজ আহমেদের মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.