আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার দুই কেন্দ্রের বাইরে বিস্ফোরণ, আহত ৪

রোববার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কদমতলীর অনির্বাণ প্রি ক্যোডেট স্কুল ও চকবাজারের সিরাজউদ্দিন প্রথমিক বিদ্যালয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।  
কদমতলীর ওসি মো. মাজহারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার পর স্কুল প্রাঙ্গণের বাইরে রাস্তার ওপর তিনটি ককটেল ফাটানো হয়।
এসময় রাস্তায় থাকা আনসার সদস্য ইউনূস আলী (২২), স্থানীয় বাসিন্দা আমীর হোসেন (৫০), আলী আকবর (২৮) ও তার মেয়ে জান্নাতুল (৪) আহত হন।
তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।
এদিকে সকাল সাদে ১০টার দিকে চকবাজার এলাকায় হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন নার্গিস আক্তার নামে এক নারী।

তাকেও ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান,  সিরাজউদ্দিন প্রথামিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রের বাইরে পরপর কয়েকটি ককটেল ফাটানো হলে নার্গিস আহত হন।     
এই নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যায়িত করে গত ১ জানুয়ারি থেকে সারা দেশে অবরোধ চালিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট। ভোট ঠেকাতে অবরোধের সঙ্গে  শনিবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধও শুরু করেছে তারা।
এই অবরোধ-হরতালের মধ্যে গত শুক্রবার থেকে শতাধিক কেন্দ্রে অগ্নিসংযোগ হয়েছে;  পোড়ানো হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম।

ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।  

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।