আমাদের কথা খুঁজে নিন

   

লর্ড অফ দ্যা রিংস ও বাংলাদেশ!



লর্ড অফ দ্যা রিংস মুভিটার অনেক বড় ভক্ত আমি এবং আমি জানি সারা পৃথিবীতে এই মুভির ভক্তের সংখ্যা নেহাত কম নয়। প্রায় সব সিনেমা ক্রিটিকরা এই মুভিটাকে সর্বকালের সেরা মুভির লিস্টে রাখেন। cinematography, special effect, action, set, costume সব কিছু মিলিয়ে অন্য সব মুভি থেকে অনেক উপরের লেভেলের। আর মুভির গল্পের পটভূমি যা এক কথায় অনন্য এবং বেশ জটিল এবং এটাই আমার লেখার প্রতিপাদ্য বিষয়।

লর্ড অফ দ্যা রিংস নামটা থেকে মনে হতে পারে লর্ড এর রিং, ভাল লর্ড এর না, শয়তান লর্ড এর! (dark Lord Sauron) যা মধ্যপৃথিবীর (Middle Earth) সকল ক্ষমতা নিয়ন্ত্রন করে ।

এই রিং dark Lord Sauron বানিয়েছিল অন্য সব রাজ্যের রাজাদেরকে নিজের আদেশ মত চলতে বাধ্য করার জন্য কারন এই রিং এর বিশেষ ক্ষমতা হচ্ছে অন্য সব রাজার রিংগুলকে বশ করতে পারে। Middle Earth কে dark Lord Sauron এর বলয় থেকে মুক্ত করতে হলে এই রিংকে ধ্বংস করতে হবে mount doom নামে এক আগ্নেয়গিরির লাভায়। অসীম সাহসী রাজপুত্র Isildur যুদ্ধে dark Lord Sauron কে পরাজিত করে রিংটি নিজে হস্তগত করেছিল কিন্তু রিংটি ধ্বংস করার পরিবর্তে আরও ক্ষমতার লোভে তা ব্যবহার করা শুরু করলেন (Hearts of men are easily corrupted)। একবার অতর্কিত হামলায় তিনি রিংটি হারালেন যা দীর্ঘদিন পানির নিচে পড়েছিল এবং ঘটনার পরিক্রমায় তা পায় লোভী Gollum কিন্তু সে জানেনা এটার ব্যবহার কি এবং কিভাবে তা নিয়ন্ত্রন করা যাবে। রিং এর লোভ Gollum কে এক অতিপ্রাক্রিতিক জীবনধারার দিকে ধাবিত করে যা সে একসময় হারিয়ে ফেলে।

অন্য দিকে dark Lord Sauron এর স্পিরিট Sauroman এর মধ্যে চলে আসে। মহীয়সী Gandalf এর নির্দেশনায় রিং টাকে ধ্বংস করার জন্য স্বল্প ক্ষমতার মানুষগুলো (frodo, sam, merry, pippin) সর্বস্ব দিয়ে চেষ্টা করে (যদিও mount doom এ গিয়ে frodo এর মন corrupted হয়ে যায়!)

Middle Earth কে যদি বাংলাদেশ ধরা হয় তবে আমাদের সংবিধান কি সেই রিং টা যা ক্ষমতার কেন্দ্র যা dark Lord রা ব্যবহার করবে জনগণকে নিয়ন্ত্রন করার জন্য? অন্যান্য চরিত্রগুলোর সাথে ক্ষমতা লোভী রাজনীতিবিদদের, জামাতি ছাগুদের, দেশ প্রেমিক যোদ্ধাদের মিলিয়ে নেবেন আপনারা!
লর্ড অফ দ্যা রিংস এর বিষয়বস্তু ‘ সত্যর সাথে মিথ্যার দন্দ, ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, অন্ধকারের বিরুদ্ধে আলোর আদর্শিক অবস্থান যেখানে শত বাধার পরেও সত্য, ন্যায়, আলোর জয় হয়, মাঝে কিছু লোভী মানুষের জন্য সাধারন মানুষদের ভুগতে হয়’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.